হোম > অর্থনীতি

ইভ্যালির দুটি গাড়ি কিনলেন প্রশান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খোলা নিলামে ইভ্যালির মালিকানাধীন একটি টয়োটা সিএইচআর গাড়িটি বিক্রি হয়েছে ২৩ লাখ ৮০ হাজার টাকা ও টয়োটা এক্সিও (লিস্টের ৫ নম্বর গাড়ি) বিক্রি হয়েছে ১৫ লাখ টাকায় । প্রশান্ত ভৌমিক নামের একজন ক্রেতা দুটো গাড়ি কিনেছেন। টয়োটা সিএইচআর ভিত্তিমূল্য ছিল ১৮ লাখ টাকা। টয়োটা এক্সিও’র ৯ লাখ ১৮ হাজার।  

আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডির ১৪ নম্বর সড়কের তিন নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে নিলামের ডাক শুরু হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রতিনিধিরা নিলাম কার্যক্রম পরিচালনা করছেন। 

প্রশান্ত ভৌমিক জানিয়েছেন, তিনি পেশায় রেস্তোরা ব্যবসায়ী। গুলশানে থাকেন। শখের বশে গাড়িটি কিনেছেন।

নিলামের তালিকায় একটি টয়োটা সিএইচআর ছাড়াও রয়েছে একটি রেঞ্জ রোভার, টয়োটা প্রিউস, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল ও একটি টয়োটা মাইক্রোবাস। এর মধ্যে রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম দর এক কোটি ৬০ লাখ টাকা ধরা হয়েছে। ক্রেতাদের আগ্রহের কেন্দ্রে রয়েছে এই গাড়িটি।  

টয়োটা প্রিউসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার টাক, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে। 

ই-কমার্স সম্পর্কিত আরও পড়ুন: 

বেনাপোলে দুই মাস ধরে আটকা সুপারিবাহী ১৫০ ট্রাক, দৈনিক লোকসান ৩ লাখ টাকা

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই