হোম > অর্থনীতি

বাজেটের সীমবদ্ধতা নিয়ে আলোচনার সুযোগ আছে: এফবিসিসিআই সভাপতি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যবসায়ীদের সীমাবদ্ধতাগুলো নিয়ে শিগগিরই সরকারের সঙ্গে বসতে চায় ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

বাজেটের সুবিধা–অসুবিধাগুলো নিয়ে এখনও আলোচনার সুযোগ আছে বলে মনে করেন দেশের ব্যবসায়ী–শিল্পপতিদের শীর্ষ সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেছেন, আগামী বাজেটে ব্যবসায়ীদের জন্য অনেক সুবিধার পাশাপাশি কিছু সীমাবদ্ধতাও পরিলক্ষিত হয়েছে। সরকারের সঙ্গে এসব বিষয়ের সুরাহার দাবি নিয়ে শিগগিরই কথা বলার উদ্যোগ নেওয়া হবে। এখনও সে সুযোগ রয়েছে।

আজ রোববার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি রিজোয়ান রাহমানের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে আয়োজিত এক বৈঠকে এসব কথা বলেন তিনি।

এফবিসিসিআই সূত্রে জানা গেছে, ব্যবসায়ীদের দুই সংগঠনের মধ্যে অনুষ্ঠিত এ বৈঠকে বাজেটে বরাদ্দ রাখা সরকারি প্রণোদনার সুষম বণ্টন, গবেষণা উন্নয়নে গুরুত্ব, ক্যাপিটাল মেশিনারি, করপোরেট ট্যাক্স, ফ্রেশ ফ্রুটস্, পাটজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং খাতসহ বিভিন্ন বিষয় আলোচনায় হয়।

বৈঠকে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, বেসরকারি খাত উন্নয়নে একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন হওয়া দরকার। যেখানে নেতৃস্থানীয় ব্যবসায়িক সংগঠনগুলোর অংশগ্রহণ এবং ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কথা বলার সুযোগ থাকবে। এ জন্য ব্যবসায়ী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক: দেড় লাখ কোটি টাকার মন্দ ঋণ নিয়ে হাবুডুবু

সুদহার কমানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

তিন বছর পিছিয়ে দেশের পুঁজিবাজার

দেউলিয়া এনবিএফআই শেয়ারের দাম বাড়ল হু হু করে, কিনছে কারা— প্রশ্ন অংশীদারদের

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

অর্থবছরের ৬ মাস: রাজস্ব লক্ষ্যপূরণে ব্যর্থ এনবিআর

সোনার দামে রেকর্ড, ভরি ২ লাখ ৩৯ হাজার টাকা

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত