হোম > অর্থনীতি

সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হলেন ১৩ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সর্বজনীন পেনশন স্কিম চালুর প্রথম মাসে যুক্ত হয়েছেন প্রায় ১৩ হাজার মানুষ। কিস্তি হিসেবে সরকারের তহবিলে জমা হয়েছে সাড়ে ৭ কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৭ আগস্ট এই স্কিম উদ্বোধনের এক মাস পর গতকাল রোববার পর্যন্ত তৈরি হিসাবে এসব তথ্য পাওয়া যায়।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, পেনশন স্কিমে প্রথম মাসে মানুষের বেশ ভালোই সাড়া মিলেছে। রোববার সন্ধ্যা পর্যন্ত ১২ হাজার ৯৭২ জন তাঁদের প্রথম কিস্তির চাঁদা জমা দিয়েছেন। চাঁদা জমা হয়েছে ৭ কোটি ৬৭ লাখ ২২ হাজার ৫০০ টাকা।

সূত্র বলেছে, এ পর্যন্ত যুক্ত ব্যক্তিদের প্রায় অর্ধেকই প্রগতি স্কিমের বা বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। তাঁদের সংখ্যা ৬ হাজার ২০০ জন। পেনশনের বাকি তিন স্কিমের মধ্যে ‘প্রবাস’ শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য, ‘সুরক্ষা’ স্বকর্মে নিয়োজিতদের জন্য এবং ‘সমতা’ নিম্ন আয়ের অসচ্ছল মানুষের জন্য। সরকারের লক্ষ্য, ১০ কোটি মানুষকে পেনশন স্কিমের আওতায় আনা।

অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলেছে, চাঁদা দেওয়া মানুষের অন্তত ১০ গুণ স্কিমগুলোতে নিবন্ধন করেছেন। কিন্তু তাঁরা টাকা জমা দিয়ে আবেদন সম্পূর্ণ করেননি। মো. গোলাম মোস্তফা বলেন, চাঁদা জমা না দেওয়া পর্যন্ত কাউকে পেনশন স্কিমে যুক্ত বলে ধরা হয় না।

গত শনিবার এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, উন্নয়নকাজের জন্য সরকার সর্বজনীন পেনশন স্কিম থেকে ঋণ নিতে পারবে।

পেনশনের টাকা বিনিয়োগের বিষয়ে গোলাম মোস্তফা বলেন, ‘এটা জনগণের টাকা। এই টাকা বিনিয়োগে আমাদের অবস্থান হচ্ছে ঝুঁকিমুক্ত নিরাপদ বিনিয়োগ। পেনশন কর্তৃপক্ষ ট্রেজারি বন্ডের মতো নিরাপদ খাতে বিনিয়োগ করবে। বন্ডে বিনিয়োগের বিপরীতে টাকা তো সরকারের কাছেই থাকবে।

পেনশন স্কিমভেদে সর্বনিম্ন মাসিক চাঁদা ১ হাজার টাকা এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা। কত পরিমাণ চাঁদা, কত দিন ধরে দেওয়া হয়েছে, তার ওপর ভিত্তি করে মাসে সর্বনিম্ন ১ হাজার ৫৩০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩ লাখ ৪৪ হাজার ৬৫৫ টাকা পেনশন পাবেন। এই স্কিমে যুক্ত ব্যক্তি ৬০ বছর বয়স থেকে আজীবন পেনশনসুবিধা পাবেন। তবে ন্যূনতম টানা ১০ বছর চাঁদা দিতে হবে। চাঁদাদাতা মারা গেলে নমিনি পেনশন পাবেন। এ ক্ষেত্রে, চাঁদাদাতার বয়স যে বছর ৭৫ হবে, ওই বছর পর্যন্ত নমিনি পেনশন পাবেন। ১৮ বছরের বেশি বয়সী যে কেউ পেনশন স্কিমে যুক্ত হতে পারবেন। 

ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

কিশোরগঞ্জ বিসিক: প্লট বরাদ্দ হলেও শিল্পের দেখা নেই ৩৮ বছরে

ইরান সংকটে তেলের দাম বেড়েছে ১.৭%

অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি দ্বিগুণ

বিদায়ী বছরে সোনালী ব্যাংকের রেকর্ড মুনাফা

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি বাতিলে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চায় ক্যাব যুব সংসদ

সমুদ্রসীমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে আরও উচ্চমাত্রার উদ্যোগ প্রয়োজন: মিডা চেয়ারম্যান আশিক মাহমুদ

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

মন্ত্রণালয় অনুমোদন দিতে পারবে ৫০ কোটির প্রকল্প

শুল্কের কারণে আমদানি কমাচ্ছেন মার্কিন ক্রেতারা