হোম > অর্থনীতি > করপোরেট

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

আজকের পত্রিকা ডেস্ক­

অ্যারিস্টোফার্মার বার্ষিক বিক্রয় সম্মেলন। ছবি: বিজ্ঞপ্তি

অ্যারিস্টোফার্মা লিমিটেড স্বাস্থ্যসেবায় ৪০ বছর পূর্ণ করেছে। এই মাইলফলক উদযাপন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে আজ রোববার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) প্রতিষ্ঠানটির ‘বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৫’ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

সারাদেশ থেকে আসা প্রায় সাড়ে ৩ হাজার বিক্রয় প্রতিনিধির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। ১৯৮৬ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি চার দশক ধরে দেশের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের ওষুধ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনন্য ভূমিকা রেখে আসছে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অ্যারিস্টোফার্মার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম. এ. হাসান প্রতিষ্ঠানের দীর্ঘ যাত্রার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘আমরা আমাদের ৪০ তম বছরে পদার্পণ করছি, কিন্তু মানবতার কল্যাণে উচ্চমানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য আজও অপরিবর্তিত রয়েছে। এই দীর্ঘ পথচলা আমাদের হাজার হাজার কর্মীর নিরলস পরিশ্রম এবং চিকিৎসক সমাজের অটুট আস্থার প্রতিফলন।’

সভায় বর্তমান বাজারের প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিশেষায়িত বিভাগগুলোর সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে গত বছরের (২০২৪) কর্মদক্ষতার ওপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফর্মারদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা

ই-কমার্সে দিনে ৩ হাজার কেজি গুড়ের ব্যবসা