হোম > অর্থনীতি

এভিয়েশন শিল্পে আন্তর্জাতিক বাজার ধরতে দক্ষ গ্র্যাজুয়েট তৈরির আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গত শতক ধরে এভিয়েশন খাত বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে বিশাল ভূমিকা রাখছে। এয়ারলাইনস কোম্পানি, বিমানবন্দর, বিমান উৎপাদনের মাধ্যমে এ খাত জাতীয় আয়, কর্মসংস্থান এবং রাজস্ব বাড়াচ্ছে। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে গ্র্যাজুয়েট তৈরি করা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আজ সোমবার রাজধানীর বিএএফ শাহীন কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আয়োজিত এক আলোচনা সভায় তাঁরা এসব কথা বলেন। 

বিএসএমআরএএইউ এর প্রশংসা করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, অল্প সময়ের ব্যবধানে বিশ্ববিদ্যালয়টি এভিয়েশন ও অ্যারোস্পেস সম্পর্কিত বিষয়ে বিস্ময়কর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ বিষয়ে জ্ঞান সৃষ্টি এবং প্রসার করে যাচ্ছে। এভিয়েশন খাত একটি সেবামূলক খাত। শুধু স্থানীয় নয়, আমাদের আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে আমাদের গ্র্যাজুয়েট তৈরি করা প্রয়োজন। আশা করি বিএসএমআরএএইউ এ কাজটি সুন্দরভাবে সম্পন্ন করবে। 

বিমানের টিকিট বিক্রি খাতের একটি উদাহরণ টেনে শিক্ষা উপমন্ত্রী বলেন, এ খাতে আমাদের দক্ষতাসম্পন্ন মানবসম্পদের ঘাটতি রয়েছে। আমাদের এ খাতগুলোর জন্য দক্ষতাসম্পন্ন মানবসম্পদের উন্নয়ন জরুরি। 

সিভিল এভিয়েশন অফ বাংলাদেশের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, সরকার ঠিক সময়ে এভিয়েশন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে ৷ এরই মধ্যে বিশ্ববিদ্যালয়টি এভিয়েশন ও অ্যারোস্পেস বিষয়ে অনেক অগ্রগতি করেছে। এভিয়েশন কার্যক্রমের সঙ্গে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সরাসরি সম্পর্কিত। কাজেই এ খাতের উন্নয়নের মাধ্যমে আমরা এসডিজি লক্ষ্যমাত্রাও অর্জন করতে পারব। 

মফিদুর রহমান আশা করে বলেন, এ খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন করে বাংলাদেশকে এভিয়েশন হাব তৈরির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়ন করবে। 

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, এ অনুষ্ঠান এভিয়েশন শিল্পের সঙ্গে আমাদের শিক্ষার্থীদের সংযুক্ত করবে। পাশাপাশি নতুন প্রজন্মকে এই খাতে ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার জন্য উৎসাহ দেবে। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা এভিয়েশন শিল্পের বিভিন্ন কার্যক্রম, এ শিল্পে যুক্ত হওয়ার জন্য কেমন দক্ষতা প্রয়োজন তা জানবে। এ ছাড়া এ আয়োজন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জ্ঞানভিত্তিক, দক্ষতা নির্ভর প্রতিযোগিতায় শিক্ষার্থীদের যুক্ত করবে। 

অনুষ্ঠানে এয়ার কমোডর ড মো. মাহবুব জাহান খান, এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেইন ও এসএম গোলাম রব্বানী আলোচনা সভার বিষয়বস্তু সম্পর্কিত তিনটি গবেষণাপত্র উপস্থাপনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে বিভিন্ন এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক, প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা

১ জানুয়ারি কার্যকর: দেশের সব স্থলবন্দরের মাশুল বাড়ল ৫ শতাংশ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: ফসল ব্যবস্থাপনায় উত্তরের চার জেলায় কৃষির নতুন প্রকল্প

বিশেষ ট্রাইব্যুনাল যেন গুদামঘর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আরও কমেছে পেঁয়াজ আলু ও সবজির দাম

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা