হোম > অর্থনীতি

যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত প্রস্তাব পাঠানোর উদ্যোগ, আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে অবস্থান নির্ধারণে বাংলাদেশ চূড়ান্ত প্রস্তুতির পথে হাঁটছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আজ বুধবার একটি আন্তমন্ত্রণালয় সভা করে বাণিজ্য মন্ত্রণালয়, সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মতামত নেওয়া হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সভা শেষে বাণিজ্যসচিব মাহবুবর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট অনেকগুলো মন্ত্রণালয় রয়েছে এবং তাদের নিজস্ব আইন ও বিধান কার্যকর রয়েছে। তাই চুক্তির সম্ভাব্য বিষয়বস্তু নিয়ে আজ আমরা তাদের মতামত নিয়েছি।’

তিনি আরও বলেন, মার্কিন ট্যারিফ নিয়ে এখন থেকে নিয়মিত বৈঠক হবে। সেসব আলোচনার ভিত্তিতে একটি অবস্থানপত্র তৈরি করে সেটি যুক্তরাষ্ট্রকে পাঠানো হবে। এর পরেই শুরু হবে আনুষ্ঠানিক আলোচনা।

কবে নাগাদ প্রস্তাব পাঠানো হবে, এমন প্রশ্নে সচিব বলেন, ‘আমরা এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে জানতে চেয়েছি, তারা এখনো কোনো সময়সূচি জানায়নি।’

ইন্দোনেশিয়ার ক্ষেত্রে শুল্কহার ১৯ শতাংশে কমিয়ে আনা হচ্ছে—এমন খবরের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে সচিব বলেন, এটি তাঁর জানা নেই।

এদিকে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশের অবস্থানপত্র চূড়ান্ত করতে মন্ত্রণালয়গুলো এখন নিজ নিজ খাতের ওপর আলোচনায় মনোযোগ দিচ্ছে। যুক্তরাষ্ট্রের তরফ থেকে প্রস্তাবিত চুক্তির বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসা পর্যন্ত, পরবর্তী করণীয় নির্ধারণে বাংলাদেশ অপেক্ষায় রয়েছে।

নীল অপরাজিতা বদলে দিচ্ছে ভারতীয় কৃষি উদ্যোক্তাদের ভাগ্য

ফেব্রুয়ারির পরিবর্তে মার্চ থেকে বন্ধ হচ্ছে বিমানের ম্যানচেস্টার রুট

‘সিন্ডিকেটের কারসাজিতে এলপিজির দাম বৃদ্ধি’, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ

মোস্তাফিজ ইস্যু দুই দেশের সম্পর্কের জন্যই ক্ষতিকর: অর্থ উপদেষ্টা

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

দুর্বল ৯ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের জন্য ‘অকার্যকর’ ঘোষণা চলতি সপ্তাহে: গভর্নর

বিএনপি ক্ষমতায় গেলে অনেক সরকারি কাজ ব্যবসায়ীদের দেওয়া হবে: আমীর খসরু

মাদুরো আটকের পর সোনার দাম চড়া

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুদিনে উত্তোলন ১০৭ কোটি টাকা, শীর্ষে এক্সিম ব্যাংক

ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৪৯ শতাংশ