হোম > অর্থনীতি

টিস্যুকালচার সম্প্রসারণে প্রকল্প ব্যয় ৩৯৫ কোটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিভিন্ন ফসলের উন্নত ও প্রতিকূলতা সহনশীল জাত উদ্ভাবনে টিস্যুকালচার প্রযুক্তির সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার। এর জন্য টিস্যুকালচার ল্যাবরেটরিসহ বেশ কয়েকটি হর্টিকালচার সেন্টার স্থাপনের নতুন প্রকল্প নিচ্ছে কৃষি মন্ত্রণালয়। এতে ব্যয় হবে প্রায় ৪০০ কোটি টাকা।

কৃষি মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে রোগমুক্ত, দ্রুত বর্ধনশীল উন্নত জাতের ফসল উৎপাদনে টিস্যুকালচার প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় পদ্ধতি। এই পদ্ধতিতে উন্নত জাতের ফসলের একটিমাত্র কোষ ব্যবহার করে ল্যাবরেটরিতে উন্নত জাতের ফসলের চারা উৎপাদন সম্ভব। এই প্রযুক্তি ব্যবহারের ফলে চারা পর্যায়েই ফসলকে রোগ প্রতিরোধী, দ্রুত বর্ধনশীল এবং কম সময়ে উৎপাদনশীল হিসেবে তৈরি করা সম্ভব। ফসলের উন্নত ও বিভিন্ন ধরনের প্রতিকূলতা সহনশীল জাত উদ্ভাবনে এই প্রযুক্তির ল্যাবরেটরি স্থাপন অত্যন্ত জরুরি।

নতুন এই প্রকল্প সম্প্রতি অনুমোদন দেওয়া হয়েছে। ‘টিস্যুকালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন’ প্রকল্পে ব্যয় হবে ৩৯৪ কোটি ৮৮ লাখ টাকা। এর আওতায় সাতটি হর্টিকালচার সেন্টার স্থাপন করা হবে। এর মধ্যে ভোলার চরফ্যাশন ও কুমিল্লার লালমাই উপজেলায় টিস্যুকালচার ল্যাবরেটরিসহ দুটি নতুন হর্টিকালচার সেন্টার স্থাপন করা হবে।

ঢাকা, বান্দরবান, টাঙ্গাইলের বিদ্যমান তিনটি হর্টিকালচার সেন্টারে টিস্যুকালচার ল্যাবরেটরি স্থাপন করা হবে। এ ছাড়া মাদারীপুরে একটি টিস্যুকালচার ল্যাবরেটরি ও গোপালগঞ্জে একটি হর্টিকালচার সেন্টার আধুনিকায়ন করা হবে। ফলে ফসলের বাণিজ্যিক চাষাবাদের জন্য টিস্যুকালচার পদ্ধতিতে কমপক্ষে ১০ লাখ কলম বা চারা উৎপাদন করা হবে। ২৫০ ব্যাচ কৃষক, গার্ডেনার বা মালিকে প্রশিক্ষণ দেওয়া হবে। 

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক: দেড় লাখ কোটি টাকার মন্দ ঋণ নিয়ে হাবুডুবু

সুদহার কমানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

তিন বছর পিছিয়ে দেশের পুঁজিবাজার

দেউলিয়া এনবিএফআই শেয়ারের দাম বাড়ল হু হু করে, কিনছে কারা— প্রশ্ন অংশীদারদের

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

অর্থবছরের ৬ মাস: রাজস্ব লক্ষ্যপূরণে ব্যর্থ এনবিআর

সোনার দামে রেকর্ড, ভরি ২ লাখ ৩৯ হাজার টাকা

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত