হোম > অর্থনীতি

ঢাকা চেম্বারের নতুন সভাপতি তাসকীন আহমেদ

আজকের পত্রিকা ডেস্ক­

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নতুন সভাপতি তাসকীন আহমেদ । ছবি: সংগৃহীত

শিল্প-প্রতিষ্ঠান ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।

আজ রোববার রাজধানীর ডিসিসিআই কার্যালয়ে আয়োজিত ৬৩তম বার্ষিক সাধারণ সভায় ২০২৫ সালের জন্য তাকে আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে দায়িত্বভার প্রদান করা হয়।

এ ছাড়া রাজীব এইচ চৌধুরী এবং মো. সালিম সোলায়মান যথাক্রমে ঊর্ধ্বতন সহ-সভাপতি ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

ডিসিসিআইর নব-নির্বাচিত অন্যান্য পরিচালকবৃন্দ হলেন- এনামুল হক পাটোওয়ারী, মো. মোস্তফা কামাল, মিনহাজ আহমেদ, মোহাম্মদ জমশের আলী, রাশেদ মাইমুনুল ইসলাম এবং সালমান বিন রশিদ শাহ সায়েম।

ঢাকা চেম্বারের নব-নির্বাচিত সভাপতি তাসকীন আহমেদ বর্তমানে বাংলাদেশের অন্যতম ও বৃহত্তম ব্যবসা প্রতিষ্ঠান ইফাদ গ্রুপের ভাইস চেয়ারম্যান, তাঁর প্রতিষ্ঠানটি দেশে অটোমোবাইল, খাদ্য প্রক্রিয়াকরণ এবং ভোগ্যপণ্য খাতের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। তাসকীন আহমেদ ১৯৯৯ সালে তাঁর পারিবারিক ব্যবসায় যোগদান করেন এবং তাঁর দীর্ঘ ২৫ বছরের কর্মজীবনে, তিনি গ্রুপের বেশ কয়েকটি ব্যবসায়িক ইউনিটের নেতৃত্ব প্রদান করেন।

এ ছাড়াও তাসকীন আহমেদ দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান যাচ্ছেন।

তিনি ভারত-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি এবং বাংলাদেশ অটোমোবাইল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিএএএমএ) ঊর্ধ্বতন সহ-সভাপতি এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

ডিসিসিআইর নব-নির্বাচিত ঊর্ধ্বতন সহসভাপতি রাজীব এইচ চৌধুরী, ডিফেন্স ডায়নামিক্স এন্টারপ্রাইজ লিমিটেড, আর্কো কোল্ড স্টোরেজ লিমিটেড, ওয়াচেস ওয়ার্ল্ড লিমিটেড ও মাইক্রোসেক ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং জিএসপি ইনভেস্টমেন্ট লিমিটেডের ইন্ডিপেনডেন্ট ডিরেক্টর হিসেবে নিয়োজিত রয়েছেন।

তিনি ২০২৩-২০২৪ মেয়াদে ডিসিসিআইয়ের পরিচালক হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)-বাংলাদেশ, ঢাকা দক্ষিণের প্রতিষ্ঠাতা সভাপতি (২০০৫), বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ) এবং বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবেও সম্পৃক্ত ছিলেন।

তিনি ঢাকা ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড এবং উত্তরা ক্লাব লিমিটেডের সক্রিয় সদস্য। তিনি লন্ডনে অবস্থিত ‘হুরন ইউনির্ভার্সিটি, ইউএসএ হতে এমবিএ এবং বিবিএ ডিগ্রী লাভ করেন।

ঢাকা চেম্বারের নব-নির্বাচিত সহসভাপতি মো. সালিম সোলায়মান ম্যাসনস্ পলিমার করপোরেশন, লালবাগ মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চ্যাম্পিয়ন অ্যান্ড ম্যাসনস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং স্যামসন্স করপোরেশনের স্বত্বাধিকারী। তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক ক্রয়-বিক্রয়, আমদানি ও বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, বিশেষকরে পেট্রোকেমিক্যাল, রাবার কেমিক্যাল, খাদ্যপণ্য, ধাতব শিল্প ও দেশীয় বাণিজ্যের সাথে সম্পৃক্ত। তিনি ২০২৪ সাল এবং ২০০৬-২০০৮ মেয়াদে ডিসিসিআইর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ ছাড়াও তিনি বাংলাদেশ-থাই চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিটিসিসিআই) সহ-সভাপতি এবং কোরিয়া-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ ইন্ডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশন-এর সক্রিয় সদস্য হিসেবে নিয়োজিত রয়েছেন। তিনি এমবিএ ডিগ্রি লাভ করেন।

তেল-পেঁয়াজে দাম বাড়তি, সবজিতে ফিরছে স্বস্তি

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

টানা চার মাস কমল রপ্তানি আয়

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিল সিগারেট কোম্পানি

১২তম জাতীয় এসএমই পণ্য মেলা শুরু রোববার

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

এক ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে ১৬ কোটি টাকা জরিমানা

১৪টি বন্ধ পাটকল বেসরকারি খাতে, আরও হস্তান্তরের প্রক্রিয়া চলছে: বাণিজ্য উপদেষ্টা

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত