হোম > অর্থনীতি > করপোরেট

‘মাস্টারিং ড্রিমস, কনকোয়ারিং হাইটস’ শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন করল মাস্টারকার্ড

বিজ্ঞপ্তি

‘মাস্টারিং ড্রিমস, কনকোয়ারিং হাইটস’ শীর্ষক অনুপ্রেরণামূলক অনুষ্ঠান সম্পন্ন করল মাস্টারকার্ড। ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশে আয়োজিত ‘সুলতানাজ ড্রিম আনবাউন্ড-ফার্স্ট উইমেনস উইন্টার এক্সপিডিশন’-এর সাফল্য উদ্‌যাপন করতে ‘মাস্টারিং ড্রিমস, কনকোয়ারিং হাইটস’ শীর্ষক এক অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে মাস্টারকার্ড। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের দূরদর্শী সাহিত্যকর্ম ‘সুলতানার স্বপ্ন’ থেকে অনুপ্রাণিত এই বিশেষ পর্বতারোহণ অভিযানের পৃষ্ঠপোষক মাস্টারকার্ড।

অভিযাত্রীর আয়োজনে ও ইউনেসকোর অনুমোদনে অভিযানের সার্বিক সহযোগিতায় ছিল মুক্তিযুদ্ধ জাদুঘর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।

এতে আরও উপস্থিত ছিলেন ইউনেসকোর ঢাকা অফিসের প্রধান ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুজান ভাইজ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিনিধি, ২০০-এর বেশি নারী ব্যাংকার এবং করপোরেট নেতারা, যাঁরা পর্বতারোহীদের এই অসাধারণ অর্জনকে উদ্‌যাপন করেন।

বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারের নেতৃত্বে এই অভিযানে পাঁচজন নারী পর্বতারোহী অংশ নেন। অন্যরা হলেন ইয়াসমিন লিসা, অর্পিতা দেবনাথ, মৌসুমী আক্তার এপি ও তহুরা সুলতানা রেখা। তাঁরা নেপালের ল্যাংটাং অঞ্চলের পাঁচটি শৃঙ্গ জয় করে ইতিহাস গড়েছেন। এর মধ্যে ছিল ইয়ালা পিক (৫,৫০০ মিটার), সুরিয়া পিক (৫,১৪৫ মিটার) ও গোঁসাইকুন্ড পিক (৪,৭৪৭ মিটার)।

২০২৬ সালের জেসিআই ইন বিজনেস কমিটি ঘোষণা

এলপিজি সংকটের জন্য ইরান পরিস্থিতি দায়ী: বিইআরসি চেয়ারম্যান

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

প্রবৃদ্ধির সংকটেই কাটবে বছর

জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানি করতে চায় বিপিসি

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

এনএসইজেডে ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে জ্যান্ট অ্যাকসেসরিজ

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের