হোম > অর্থনীতি

ইউরোপে হবে ‘মেড ইন বাংলাদেশ’ মেলা

ইউরোপে প্রথমবারের মতো শুধু বাংলাদেশি পণ্য নিয়ে একটি মেলা অনুষ্ঠিত হবে। নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশি দূতাবাসের সহযোগিতায় এই মেলার আয়োজন করবে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ। ‘বেস্ট অব বাংলাদেশ’ শিরোনামে দুই দিনব্যাপী এই মেলাটি আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে। মূলত বাংলাদেশি শিল্পের সেরা পণ্যগুলোকে ইউরোপের বাজারে পরিচিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। 

এ বিষয়ে তৈরি পোশাক-সম্পর্কিত পশ্চিমা গণমাধ্যম ফাইবার টু ফ্যাশনের এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপের সঙ্গে শক্তিশালী বন্ধনের পাঁচ দশক উদ্‌যাপন করতে যাচ্ছে বাংলাদেশ। এই বন্ধনকে আরও শক্তিশালী করতে এবং ইউরোপে বাংলাদেশি পণ্যের অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে ‘মেড ইন বাংলাদেশ’ মেলাটির আয়োজন করা হচ্ছে। 

জানা গেছে, এই মেলায় পোশাক, বুনন, চামড়া, কৃষি, পাট, হস্তশিল্প, ওষুধশিল্প, বাইসাইকেলসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া ৪০ বাংলাদেশি কোম্পানি এই মেলায় অংশ নেবে। 

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৩৭তম বৃহত্তম অর্থনীতির দেশ। মেলার মধ্য দিয়ে ইউরোপীয় ও বাংলাদেশি উভয় পক্ষের উদ্যোক্তা এবং বেসরকারি সংস্থাগুলোর মধ্যে আগ্রহ ও ক্রমবর্ধমান সম্পৃক্ততাকে ত্বরান্বিত করতেই মেলাটির আয়োজন করা হচ্ছে।

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস