হোম > অর্থনীতি

ইউরোপে হবে ‘মেড ইন বাংলাদেশ’ মেলা

ইউরোপে প্রথমবারের মতো শুধু বাংলাদেশি পণ্য নিয়ে একটি মেলা অনুষ্ঠিত হবে। নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশি দূতাবাসের সহযোগিতায় এই মেলার আয়োজন করবে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ। ‘বেস্ট অব বাংলাদেশ’ শিরোনামে দুই দিনব্যাপী এই মেলাটি আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে। মূলত বাংলাদেশি শিল্পের সেরা পণ্যগুলোকে ইউরোপের বাজারে পরিচিত করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। 

এ বিষয়ে তৈরি পোশাক-সম্পর্কিত পশ্চিমা গণমাধ্যম ফাইবার টু ফ্যাশনের এক প্রতিবেদনে বলা হয়, ইউরোপের সঙ্গে শক্তিশালী বন্ধনের পাঁচ দশক উদ্‌যাপন করতে যাচ্ছে বাংলাদেশ। এই বন্ধনকে আরও শক্তিশালী করতে এবং ইউরোপে বাংলাদেশি পণ্যের অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে ‘মেড ইন বাংলাদেশ’ মেলাটির আয়োজন করা হচ্ছে। 

জানা গেছে, এই মেলায় পোশাক, বুনন, চামড়া, কৃষি, পাট, হস্তশিল্প, ওষুধশিল্প, বাইসাইকেলসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া ৪০ বাংলাদেশি কোম্পানি এই মেলায় অংশ নেবে। 

প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ বর্তমানে বিশ্বের ৩৭তম বৃহত্তম অর্থনীতির দেশ। মেলার মধ্য দিয়ে ইউরোপীয় ও বাংলাদেশি উভয় পক্ষের উদ্যোক্তা এবং বেসরকারি সংস্থাগুলোর মধ্যে আগ্রহ ও ক্রমবর্ধমান সম্পৃক্ততাকে ত্বরান্বিত করতেই মেলাটির আয়োজন করা হচ্ছে।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা

১ জানুয়ারি কার্যকর: দেশের সব স্থলবন্দরের মাশুল বাড়ল ৫ শতাংশ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর: ফসল ব্যবস্থাপনায় উত্তরের চার জেলায় কৃষির নতুন প্রকল্প

বিশেষ ট্রাইব্যুনাল যেন গুদামঘর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আরও কমেছে পেঁয়াজ আলু ও সবজির দাম

জাতীয় নির্বাচনের প্রার্থীদের ই-রিটার্ন দাখিলে এনবিআরের হেল্প ডেস্ক

আকাশপথে পণ্য পরিবহনে অফডক চান ব্যবসায়ীরা