হোম > অর্থনীতি

আমদানির এলসি খোলার সুযোগ পেল এস আলমমুক্ত ছয় ব্যাংক

আজকের পত্রিকা ডেস্ক­

ইসলামি শরিয়াহভিত্তিক ধারার ব্যাংকগুলোতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক, যা দেশের আর্থিক খাতে বড় ধরনের প্রভাব ফেলবে। বিতর্কিত ব্যবসায়ী এস আলমের নিয়ন্ত্রণমুক্ত হওয়ায় ছয়টি ব্যাংকের এলসি খোলার ক্ষেত্রে শতভাগ মার্জিনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। তবে অন্যান্য ক্ষেত্রে আগের মতোই বিধিনিষেধ বজায় থাকবে।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংককে চিঠি পাঠিয়ে এই নতুন নির্দেশনার কথা জানিয়েছে।

এতে বলা হয়েছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক এই সুবিধা পাবে।

এর আগে, এসব ব্যাংকের মালিকানা ও নিয়ন্ত্রণ ছিল শেখ হাসিনা সরকারের বিশেষ আনুকূল্য পাওয়া এস আলমের। তবে, সরকারের পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণমুক্ত করেছে। পরে ব্যাংকগুলোর ঋণ বিতরণ এবং অন্যান্য কার্যক্রমে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়। আগের চিঠিতে বলা হয়েছিল, ব্যাংকগুলোকে শুধু কৃষি, চলতি মূলধন, সিএমএসএমই, প্রণোদনা প্যাকেজ এবং নিজ ব্যাংকে রক্ষিত এফডিআরের বিপরীতে শতভাগ নগদ মার্জিনে বিনিয়োগ করতে হবে।

এ ছাড়া, ৫ কোটি টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন প্রয়োজন। মেয়াদোত্তীর্ণ বা সীমাতিরিক্ত বকেয়া স্থিতির বিনিয়োগ নবায়ন করা যাবে না। এ ছাড়া, অন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কোনো বিনিয়োগ অধিগ্রহণ করা যাবে না এবং ব্যাংকের শীর্ষ ২০ ঋণগ্রহীতার আদায়ের তথ্য মাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।

এই পরিবর্তনের লক্ষ্য হলো, এসব ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতি এবং আমানতকারীদের স্বার্থ রক্ষা করা। বাংলাদেশ ব্যাংক আশা করে, এই পদক্ষেপের মাধ্যমে ব্যাংকগুলোর স্বচ্ছতা ও শক্তিশালী ভিত্তি তৈরি হবে, যা দেশের আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য জরুরি।

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা