হোম > অর্থনীতি

ইইউতে নিট পোশাক রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিট পোশাক রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নে শীর্ষ স্থানে বাংলাদেশ। চীনকে টপকে প্রথমবারের মতো শীর্ষ স্থানে উঠল বাংলাদেশ। ইইউর পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাট জানিয়েছে, ২০২৩ সালের প্রথম ৩ প্রান্তিকে ২৭ দেশের এই ব্লকে বাংলাদেশের নিট পোশাকের রপ্তানিমূল্য ছিল ৮৩১ কোটি ইউরো। একই সময়ে চীনের রপ্তানিমূল্য ছিল ৮২৭ কোটি ইউরো।

তবে বাজারটিতে বাংলাদেশ ও চীন উভয় দেশেরই নিট পোশাক রপ্তানি কমেছে। গত বছরের তুলনায় বাংলাদেশের কমেছে ২০ দশমিক ৯৪ শতাংশ। অন্যদিকে চীনের কমেছে ২১ দশমিক ৫১ শতাংশ।

জানা যায়, ইউরোপীয় ইউনিয়নে উচ্চ মূল্যস্ফীতির কারণে ভোক্তা চাহিদা কমে যাওয়ায় রপ্তানি কমে গেছে। ইউরোপীয় ইউনিয়নে পোশাক পণ্যের মন্থর চাহিদা অব্যাহত রয়েছে, যার ফলে এই অঞ্চলে বাংলাদেশের পোশাক রপ্তানি বছরওয়ারি হিসাবে ১৭ দশমিক ৬৬ শতাংশ কমে মোট ১ হাজার ৩৬৯ কোটি ইউরো হয়েছে। চীনের মোট রপ্তানিও একই সময়ে ২০ দশমিক ১৭ শতাংশ কমে ১ হাজার ৭১২ কোটি ইউরো হয়েছে। তবে আগামী দিনগুলোতে বড়দিন ও বক্সিং ডের মতো উৎসব সামনে রেখে পশ্চিমা দেশগুলোতে ব্যাপক কেনাকাটা হবে বলে আশা করছেন এ খাতের উদ্যোক্তারা। সে কারণে সামনে রপ্তানি বাড়বে বলে তাদের আশা।

বিকেএমইএর নির্বাহী সভাপতি মো. হাতেম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গত বছর ভ্যালুতে নিট রপ্তানিতে চীনকে ছাড়িয়ে গেছি। এই বছর আমরা ভ্যালু ও ভলিউমে ছাড়িয়ে গেছি। তবে আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে এটাকে ধরে রাখা। আমাদের কারখানাগুলো গত এক মাস তীব্র গ্যাস-সংকটে ভুগছে। গ্যাস-সংকট দূর করা না হলে এই সাফল্য ধরে রাখা কঠিন হবে।’

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা