হোম > অর্থনীতি

ইইউতে নিট পোশাক রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিট পোশাক রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নে শীর্ষ স্থানে বাংলাদেশ। চীনকে টপকে প্রথমবারের মতো শীর্ষ স্থানে উঠল বাংলাদেশ। ইইউর পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাট জানিয়েছে, ২০২৩ সালের প্রথম ৩ প্রান্তিকে ২৭ দেশের এই ব্লকে বাংলাদেশের নিট পোশাকের রপ্তানিমূল্য ছিল ৮৩১ কোটি ইউরো। একই সময়ে চীনের রপ্তানিমূল্য ছিল ৮২৭ কোটি ইউরো।

তবে বাজারটিতে বাংলাদেশ ও চীন উভয় দেশেরই নিট পোশাক রপ্তানি কমেছে। গত বছরের তুলনায় বাংলাদেশের কমেছে ২০ দশমিক ৯৪ শতাংশ। অন্যদিকে চীনের কমেছে ২১ দশমিক ৫১ শতাংশ।

জানা যায়, ইউরোপীয় ইউনিয়নে উচ্চ মূল্যস্ফীতির কারণে ভোক্তা চাহিদা কমে যাওয়ায় রপ্তানি কমে গেছে। ইউরোপীয় ইউনিয়নে পোশাক পণ্যের মন্থর চাহিদা অব্যাহত রয়েছে, যার ফলে এই অঞ্চলে বাংলাদেশের পোশাক রপ্তানি বছরওয়ারি হিসাবে ১৭ দশমিক ৬৬ শতাংশ কমে মোট ১ হাজার ৩৬৯ কোটি ইউরো হয়েছে। চীনের মোট রপ্তানিও একই সময়ে ২০ দশমিক ১৭ শতাংশ কমে ১ হাজার ৭১২ কোটি ইউরো হয়েছে। তবে আগামী দিনগুলোতে বড়দিন ও বক্সিং ডের মতো উৎসব সামনে রেখে পশ্চিমা দেশগুলোতে ব্যাপক কেনাকাটা হবে বলে আশা করছেন এ খাতের উদ্যোক্তারা। সে কারণে সামনে রপ্তানি বাড়বে বলে তাদের আশা।

বিকেএমইএর নির্বাহী সভাপতি মো. হাতেম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গত বছর ভ্যালুতে নিট রপ্তানিতে চীনকে ছাড়িয়ে গেছি। এই বছর আমরা ভ্যালু ও ভলিউমে ছাড়িয়ে গেছি। তবে আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে এটাকে ধরে রাখা। আমাদের কারখানাগুলো গত এক মাস তীব্র গ্যাস-সংকটে ভুগছে। গ্যাস-সংকট দূর করা না হলে এই সাফল্য ধরে রাখা কঠিন হবে।’

জেসিআই ঢাকা হেরিটেজের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

চট্টগ্রাম কাস্টমসের বার্ষিক রাজস্ব আয়ের অর্ধেকই পাওনা বিপিসি ও পেট্রোবাংলার কাছে

২০২৪-২৫ অর্থবছরে বিমানের নিট মুনাফা ৭৮৫ কোটি টাকা

দেশীয় ভ্রমণে শীর্ষে কক্সবাজার, বিদেশে মালয়েশিয়া

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান

লিটারে ২ টাকা করে কমল ডিজেল অকটেন পেট্রল ও কেরোসিনের দাম

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন