হোম > অর্থনীতি

মূলধনি মুনাফায় করের ধাক্কা পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের পুঁজিবাজারে ফের নেতিবাচক প্রভাব ফেলেছে শেয়ার বিক্রি করে অর্জিত আয়, অর্থাৎ মূলধনি মুনাফা বা ক্যাপিটাল গেইনের ওপর কর বসানোর বিষয়টি। এর কারণে ঈদের আগে থেকে ঊর্ধ্বমুখী থাকা পুঁজিবাজারে আবারও দরপতন দেখা দিয়েছে। বিশ্লেষক ও বাজারসংশ্লিষ্টরা ক্যাপিটাল গেইনের ওপর করারোপকে পুঁজিবাজারের জন্য নেতিবাচক পদক্ষেপ হিসেবেই দেখছেন। 

এ বিষয়ে পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, পুঁজিবাজার নিয়ে সরকারের ভাবনা নেই, নীতি-সহায়তা দিতে চায় না। অর্থনীতির গতি, বিনিয়োগ, ভোগ কমেছে। বিপরীতে কর বাড়ানো হয় কোন যুক্তিতে? 

গত এপ্রিলের শেষ দিকে এসে ক্যাপিটাল গেইনে করারোপের আলোচনার মাসখানেক ব্যাপক দরপতন হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেশির ভাগ বিনিয়োগকারীর বিনিয়োগ অর্ধেকে নেমে যায়। এর মধ্যেই গত ৬ জুন সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তিপর্যায়ে ৫০ লাখ টাকার বেশি ক্যাপিটাল গেইনে ১৫ শতাংশ করারোপের ঘোষণা আসে। এর কয়েক দিন পর কিছুটা ঘুরে দাঁড়াতে থাকে পুঁজিবাজার। ১২ থেকে ২৭ জুন পর্যন্ত ৯ কর্মদিবসের ৮ দিনই উত্থান হয়েছে ডিএসইতে। 

তবে গত ২৯ জুন ব্যক্তিপর্যায়ের সঙ্গে কোম্পানির মতো তহবিল ও ট্রাস্টের তহবিলের মূলধনি মুনাফায়ও একই হারে করারোপ করে সংসদে অর্থবিল পাস হয়। এতে পরের কর্মদিবসে গতকাল রোববার ডিএসইতে লেনদেন হওয়া সিকিউরিজিটের মধ্যে দরপতন হয়েছে ২৬৮টির। এর প্রভাবে সাধারণ সূচক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২৮ পয়েন্টে। তবে লেনদেন ৬ কোটি ৮৫ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭১২ কোটি ৬৮ লাখ টাকায়। 

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বলেন, গেইন ট্যাক্সের পাশাপাশি ক্যাপিটাল লস হলে সেটা পরবর্তী পাঁচ বছর পর্যন্ত ফরোয়ার্ড করতে পারবে, যা ইতিবাচক দিক। তবু আমাদের প্রচেষ্টা থাকবে, এই কর বাতিল করানোর। 

রাজস্ব আদায়ে বড় ঘাটতি

আদালতের রায়ে ইতিহাস গড়লেন ইলন মাস্ক, সম্পদ ছাড়াল ৭০০ বিলিয়ন ডলার

পুঁজিবাজারে নথি জমা এখন এক ক্লিকে

দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা হতে যাচ্ছে কক্সবাজার

প্রগতি ইন্ডাস্ট্রিজের গ্র্যাচুইটি ফান্ড: কর্মকর্তার অবহেলায় ৬৫ লাখ টাকার ক্ষতি

বিসিআইয়ের সাধারণ সভা: ভ্যাট ও করকাঠামো যুক্তিসংগত করার দাবি

ব্যাংকিং খাতে সঞ্চিতির সংকট: সুরক্ষা ঝুঁকিতে গ্রাহকের আমানত

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

পুনরায় বিটিএমএর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল

খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৬ টাকা