হোম > অর্থনীতি

ভারতে টেসলার বৈদ্যুতিক গাড়ির কারখানা হতে পারে আগামী বছর

ভারতে টেসলার বৈদ্যুতিক গাড়ি আমদানি ও উৎপাদন কারখানা স্থাপনের লক্ষ্যে একটি চুক্তির ব্যাপারে আলোচনা চলছে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ভারত ও টেসলার মধ্যে আলোচনা ইতিবাচকভাবে যথেষ্ট এগিয়েছে। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ এ তথ্য জানিয়েছে। 

একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে ব্লুমবার্গকে জানিয়েছে, আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ভাইব্র্যান্ট গুজরাট গ্লোবাল সামিটে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। প্রাথমিকভাবে টেসলার বৈদ্যুতিক গাড়ির উৎপাদন কারখানার জন্য গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ুকে বিবেচনা করা হচ্ছে। 

সূত্রটি জানিয়েছে, প্রাথমিকভাবে টেসলা ভারতে গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের জন্য ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে। পাশাপাশি দেশটি থেকে এসব গাড়ির যন্ত্রাংশ কেনা হবে বলেও জানিয়েছে ওই সূত্র। এ ক্ষেত্রে প্রতিবছর গড়ে ১৫০০ কোটি ডলার মূল্যের যন্ত্রাংশ কিনবে টেসলা। এ ছাড়া টেসলা ভারতে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিও উৎপাদন করবে, যাতে উৎপাদন খরচ কমিয়ে আনা যায়। 
 
সূত্রটি জানিয়েছে, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। যেকোনো সময় এই বিষয়ে টেসলার সিদ্ধান্ত বদল হতে পারে। তবে চলতি বছরের জুন মাসে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক জানিয়েছিলেন, তাঁর প্রতিষ্ঠান ভারতে একটি উল্লেখযোগ্য পরিমাণ বিনিয়োগ করতে চায়। সে সময় তিনি ভারত সফরের আকাঙ্ক্ষাও প্রকাশ করেছিলেন। 

এই বিষয়ে ভারতের ভারী শিল্পবিষয়ক মন্ত্রণালয় ও টেসলা আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি।

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস