হোম > অর্থনীতি

হয়রানির অভিযোগ পোশাকমালিকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রপ্তানির ক্ষেত্রে হয়রানির অভিযোগ করছেন পোশাক খাতের মালিকেরা। তাঁদের দাবি, এতে করে রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে ও খরচ বাড়ছে। 
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত প্রাক্‌-বাজেট আলোচনায় গতকাল মঙ্গলবার তাঁরা এ অভিযোগ করেন। একই রপ্তানি খাতের উৎসে কর কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করার দাবি তোলেন মালিকেরা। 

এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুনীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পোশাক খাতের উদ্যোক্তাদের পক্ষ থেকে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেন, ৩০ বছর আগে বন্ড লাইসেন্স নেওয়ার সময় যেসব পণ্য ছিল, এর সঙ্গে এখন নতুন নতুন পণ্য যুক্ত হচ্ছে। ফলে নতুন নতুন কাঁচামালের তালিকা এইচএস কোডে যুক্ত করা জরুরি হয়ে পড়েছে।

এ নিয়ে কাস্টমস কর্তৃপক্ষের কাছে আবেদনের প্রসঙ্গ তুলে ফারুক হাসান বলেন, ‘আমরা যদি ২০টির আবেদন করি, পাই ৫টি। আমাদের প্রয়োজনমতো দেওয়া হচ্ছে না।’

বৈঠকে নিট পোশাক খাতের সংগঠন বিকেএমইএও প্রায় একই রকম অভিযোগ করে।

রপ্তানিকারকদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘আপনাদের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে লিখিত আকারে আমাদের জানান। হয়রানি হচ্ছে এটা না বলে, কোথায় হয়রানি হচ্ছে কেস-টু-কেস ভিত্তিতে বলেন, আমরা দেখব।’

সভায় বিজিএমইএর পক্ষ থেকে পোশাক রপ্তানির উৎসে কর অর্ধেক কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করা এবং তা আগামী পাঁচ বছর পর্যন্ত কার্যকর রাখা, নগদ সহায়তার বিপরীতে আয়কর কমিয়ে অর্ধেক করা, রিসাইকেল ফাইবার উৎপাদনে ভ্যাট অব্যাহতি এবং সাবকনট্রাক্টের বিপরীতে ভ্যাট অব্যাহতির যে বর্তমান শর্ত আছে তার সংশোধন করা প্রস্তাব করা হয়। তা ছাড়া, অগ্নিনির্বাপণ উপকরণ আমদানির ক্ষেত্রে কম হারে শুল্ক দেওয়ার প্রস্তাব করেন।

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সঞ্চয়পত্র আগের সুদে বিক্রয় শুরু রোববার

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেক্সিমকো জোর করে সুকুক বন্ড বিক্রি করে দেশের বন্ড বাজার ক্ষতিগ্রস্ত করেছে: গভর্নর

নতুন ইসলামি সুকুক বন্ড আনছে সরকার: গভর্নর

ইসলামি ব্যাংকিং শুধু ধর্মীয় আবেগ নয়, পূর্ণাঙ্গ অর্থনৈতিক ব্যবস্থা: গভর্নর

সুদের হার হঠাৎ কমানো সহজ সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত