ব্যাগেজ রুলসের আওতায় বিদেশ থেকে যাত্রীর সঙ্গে মোবাইল ফোন আনার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করছে সরকার। এখন মোট তিনটি ফোন আনতে পারবেন একজন যাত্রী। তবে এর মধ্যে সর্বোচ্চ দুটি ব্যবহৃত ফোন শুল্ক ছাড়া ও একটি নতুন ফোন শুল্ক পরিশোধ করে আনা যাবে।
আজ বৃহস্পতিবার সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ প্রস্তাব করেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ব্যাগেজ বিধিমালার ‘বিধি ৩ এর উপবিধি (৫) এ উল্লিখিত বিধানে দুটি মোবাইল ফোন সকল প্রকার শুল্ক-কর পরিশোধ ব্যতিরেকে খালাসের পরিবর্তে ব্যবহৃত সর্বোচ্চ দুইটি মোবাইল ফোন সকল প্রকার শুল্ক-কর পরিশোধ ব্যতিরেকে খালাসের বিধান এবং শুল্ক-কর পরিশোধসাপেক্ষে একটি নতুন মোবাইল ফোন আমদানি করার বিধান প্রতিস্থাপন করার সুপারিশ করছি।
বিদ্যমান ব্যাগেজ বিধিমালার অধীনে একজন যাত্রী শুল্ক ও কর পরিশোধ ছাড়া দুটি নতুন মোবাইল ফোন বিদেশ থেকে আনতে পারেন। কিন্তু এখন থেকে আর এ সুবিধা থাকছে না। এখন একটি নতুন ফোন আনা যাবে। কিন্তু শুল্ক দিতে হবে।