হোম > অর্থনীতি

পুঁজিবাজারে ১৩ হাজার কোটির বেশি কমেছে বাজার মূলধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে পতন হয়েছে। এতে করে দেশের দুটি স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন বা বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ১৩ হাজার ১০০ কোটি টাকা বেশি। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৬ হাজার ৪৬৬ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ৫৩৮ টাকা। সর্বশেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬২ হাজার ১৪ কোটি ৭৪ লাখ ৫৬ হাজার ৮০১ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৪ হাজার ৪৫২ কোটি ১২ লাখ ২৩ হাজার ৭৩৭ টাকা কমেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৩ হাজার ৩৭০ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা, যা আগের সপ্তাহে ছিল ৭ হাজার ৪৪০ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৪ হাজার ৭০ কোটি ২৫ লাখ টাকা।

অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাজার মূলধন ৮ হাজার ৬৪৯ কোটি ৮৬ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৯৯৯ কোটি ৫৪ লাখ টাকা।

সপ্তাহটিতে ৩৩৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। এর প্রভাবে সার্বিক সূচক সিএএসপিআই ২৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে ৭৩ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার টাকা লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ৮৪ কোটি ৯০ লাখ ৪৮ হাজার টাকা কম। 

সিএমজেএফের সভাপতি মনির হোসেন, সম্পাদক আহসান হাবিব

শিপিং এজেন্ট লাইসেন্স নিতে লাগবে না এনবিআরের পূর্বানুমোদন

খালেদা জিয়ার কবরে বিজিএমইএর শ্রদ্ধা

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: হুন্ডি নিয়ন্ত্রণে রেমিট্যান্সে জোয়ার

ঊর্ধ্বমুখী সূচকে নতুন বছরের শুরু

গ্যাস-সংকট: এবার ভোক্তার পকেট কাটছেন এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীরা

বাজারদর: নতুন বছরে চালের বাজারে স্বস্তি

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান, টাকা তুলতে পারায় স্বস্তি

ইভি বিক্রিতে রেকর্ড চীনের বিওয়াইডির

সঞ্চয়পত্রে মুনাফার হার আরও কমল