দেশের পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে পতন হয়েছে। এতে করে দেশের দুটি স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন বা বিনিয়োগকারীদের পুঁজি কমেছে ১৩ হাজার ১০০ কোটি টাকা বেশি। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৬ হাজার ৪৬৬ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ৫৩৮ টাকা। সর্বশেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬২ হাজার ১৪ কোটি ৭৪ লাখ ৫৬ হাজার ৮০১ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৪ হাজার ৪৫২ কোটি ১২ লাখ ২৩ হাজার ৭৩৭ টাকা কমেছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৩ পয়েন্টে।
সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৩ হাজার ৩৭০ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা, যা আগের সপ্তাহে ছিল ৭ হাজার ৪৪০ কোটি ৩৯ লাখ ৭০ হাজার টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৪ হাজার ৭০ কোটি ২৫ লাখ টাকা।
অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাজার মূলধন ৮ হাজার ৬৪৯ কোটি ৮৬ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ৭ লাখ ৫৪ হাজার ৯৯৯ কোটি ৫৪ লাখ টাকা।
সপ্তাহটিতে ৩৩৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ২১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। এর প্রভাবে সার্বিক সূচক সিএএসপিআই ২৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে ৭৩ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার টাকা লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ৮৪ কোটি ৯০ লাখ ৪৮ হাজার টাকা কম।