হোম > অর্থনীতি

আরও ৫০ হাজার টন গম কিনতে দরপত্র দিল বাংলাদেশ

ইউরোপ থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন কিনতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দ্বিতীয় দফায় দরপত্রও দিয়েছে। ইউরোপীয় বিক্রেতাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স গতকাল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

দ্বিতীয় দফায় দরপত্র জমা দেওয়া শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে, আগামী ১৩ আগস্ট। 

এর আগে, বাংলাদেশ জুলাই মাসের মাঝামাঝি ৫০ হাজার টন গম কেনার জন্য দরপত্র আহ্বান করে। সেই দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয় ১ আগস্ট।

দরপত্রে দরদাতাদের ‘সিআইএফ লাইনার আউট’ অর্থাৎ দ্রব্যের মূল্য, ইনস্যুরেন্স এবং পরিবহন তথা শিপিং ব্যয় অন্তর্ভুক্ত করে দরপত্র জমা দেওয়ার শর্ত আরোপ করা হয়েছে। দরপত্রে আরও বলা হয়েছে, দরপত্র গৃহীত হওয়ার পর অর্থাৎ চুক্তি স্বাক্ষরের পর ৪০ দিনের মধ্যে শিপমেন্ট শুরু করতে হবে বলে শর্ত আরোপ করা হয় দরপত্রে। 

দরপত্রে আরও একটি শর্ত আরোপ করা হয়েছে, ইসরায়েল বাদে বিশ্বের যেকোনো দেশ থেকে গম সংগ্রহ করা যাবে।

সুতায় বন্ড সুবিধার প্রশ্নে মুখোমুখি অবস্থান

আইএমইডির প্রতিবেদন: উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থবিরতা

পুঁজিবাজার: আবুল খায়ের হিরুর বার্তার পর বড় উত্থান

কেএলডি অ্যাপারেলস: বন্ড অপব্যবহারে ৪.৮৫ কোটি টাকার শুল্ক ফাঁকি

পোশাকশিল্পের সুতা আমদানিতে শুল্কমুক্ত বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ

দেশের বাজারে জনপ্রিয়তা পাচ্ছে র‌্যাপিড হার্ডেনিং সিমেন্ট

সংশোধিত এডিপি: প্রকল্প ৮৫৬টি, বরাদ্দ শূন্য

চট্টগ্রাম বন্দরে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ রাজস্ব উদ্বৃত্ত

অর্থ বিভাগের কর্মশালা: সরকারের অনিশ্চিত দায় ৬.৩৯ লাখ কোটি টাকা

ব্রকলি চাষে নারীর ভাগ্যবদল