হোম > অর্থনীতি

নগদের সাবেক এমডিসহ মামলা ২৪ জনের নামে

আজকের পত্রিকা ডেস্ক­

সাড়ে ৯ কোটি পেরোল নগদের গ্রাহকসংখ্যা। ছবি: সংগৃহীত

নিয়ম লঙ্ঘন করে ভুয়া মানি সৃষ্টির অভিযোগে নগদের সাবেক এমডি তানভীর মিশুকসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। মূলত ৬৪৫ কোটি টাকার অবৈধ ই-মানি সৃষ্টি করে লেনদেনের দায়ে এ মামলা হয়।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এবং ব্যাংকিং নীতি ও প্রবিধি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অবৈধভাবে ইলেকট্রিক মানি সৃষ্টির অভিযোগে গত রোববার মতিঝিল থানায় এ মামলা করা হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে মামলাটি করেন পেমেন্ট সিস্টেম বিভাগের যুগ্ম পরিচালক সরকার মুহাম্মদ আমির খসরু।

মামলার আসামিদের মধ্যে ৯ জন বাংলাদেশ ডাক বিভাগের কর্মকর্তা। এতে ডাক বিভাগের একজন সাবেক মহাপরিচালককেও আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২১-২৫ এপ্রিল বাংলাদেশ ব্যাংক নগদের কার্যক্রমের ওপর বিশদ পরিদর্শন করে।

পরিদর্শনে নগদ লিমিটেডের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে রক্ষিত ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টসমূহে ইস্যুকৃত ই-মানির বিপরীতে রিয়েল মানির ১০১ কোটি টাকার অধিক ঘাটতি পরিলক্ষিত হয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জনস্বার্থে গত বছরের ২১ আগস্ট ডাক বিভাগের সম্মতিতে ডাক বিভাগের এমএফএস ‘নগদ’-এ প্রশাসক দল নিয়োগ করে।

বিনিয়োগকারীদের ১০১ কোটি শেয়ার শূন্য হচ্ছে

গোল্ডেন হারভেস্টের দুই পরিচালকের ১ কোটি শেয়ার হস্তান্তর বাতিল

বছর শেষে সোনার আউন্স উঠতে পারে ৪ হাজার ৮০০ ডলারে

নীল অপরাজিতা বদলে দিচ্ছে ভারতীয় কৃষি উদ্যোক্তাদের ভাগ্য

ফেব্রুয়ারির পরিবর্তে মার্চ থেকে বন্ধ হচ্ছে বিমানের ম্যানচেস্টার রুট

‘সিন্ডিকেটের কারসাজিতে এলপিজির দাম বৃদ্ধি’, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ

মোস্তাফিজ ইস্যু দুই দেশের সম্পর্কের জন্যই ক্ষতিকর: অর্থ উপদেষ্টা

সম্মিলিত ইসলামী ব্যাংকের মুনাফার হার, ছাঁটাই ও বেতন নিয়ে যা বললেন গভর্নর

দুর্বল ৯ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের জন্য ‘অকার্যকর’ ঘোষণা চলতি সপ্তাহে: গভর্নর

বিএনপি ক্ষমতায় গেলে অনেক সরকারি কাজ ব্যবসায়ীদের দেওয়া হবে: আমীর খসরু