হোম > অর্থনীতি

মোবাইল অ্যাপে শেয়ারবাজারে লেনদেনে গুনতে হবে অগ্রিম ফি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিনা খরচে মোবাইল অ্যাপ ব্যবহার করে পুঁজিবাজারে লেনদেনের সুবিধা হারাতে যাচ্ছেন বিনিয়োগকারীরা। এখন থেকে অ্যাপ ব্যবহারে প্রতি মাসে বিনিয়োগকারীদের ১২৫ টাকা ফি দিতে হবে। সে হিসাবে বছরে গুনতে হবে ১ হাজার ৫০০ টাকা। 

 ২০১৬ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপ চালুর পর থেকে বিনা খরচে সেবাটি পেয়ে আসছিলেন বিনিয়োগকারীরা। এখন অ্যাপ ব্যবহারে অগ্রিম সার্ভিস চার্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএসইর পরিচালনা পর্ষদ। 

সম্প্রতি এ বিষয়ে ডিএসইর সদস্যভুক্ত সব ব্রোকারেজ হাউসের কাছে চিঠি পাঠিয়েছে এক্সচেঞ্জটি।

তথ্যমতে, ডিএসইর সদস্যভুক্ত ব্রোকারেজ হাউসগুলোতে শেয়ার ক্রয়-বিক্রয়ের আদেশ পরিচালনার ক্ষেত্রে একটি সেন্ট্রালাইজড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে। যাতে এর মাধ্যমে বিনিয়োগকারীরা স্টেক হোল্ডারের অনুমতি সাপেক্ষে লেনদেন করতে পারেন। সেই সঙ্গে বিনিয়োগকারীরা বিনিয়োগের জন্য রিয়েল-টাইম মার্কেট আপডেট (বাজারের সার্বক্ষণিক হালনাগাদ) পেয়ে থাকেন। 

ব্রোকারেজ হাউসগুলোর কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ডিএসই স্টেক হোল্ডার কোম্পানিগুলোকে তাদের অর্ডার পরিচালনা করার জন্য একটি সেন্ট্রালাইজড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম ‘ডিএসই-ফ্লেক্সটিপি’ দিচ্ছে। ডিএসই মোবাইল অ্যাপ হলো ‘ডিএসই-ফ্লেক্সটিপি’–এর একটি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে ডিএসইর বিনিয়োগকারীরা স্টেক হোল্ডারের অনুমতি সাপেক্ষে লেনদেন করতে পারেন। আর বিনিয়োগের সিদ্ধান্তের জন্য তাঁরা রিয়েল-টাইম মার্কেট আপডেট পেয়ে থাকেন। 

কিন্তু সম্প্রতি ডিএসইর পরিচালনা পর্ষদ এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে যে, আগ্রহী স্টেক হোল্ডার কোম্পানিগুলোকে মোবাইল অ্যাপ সংযোগ দেবে ডিএসই। এ জন্য প্রতি মাসে সংযোগপ্রতি ভ্যাট এবং ট্যাক্সসহ ১২৫ টাকা দিতে হবে। সে ক্ষেত্রে মোবাইল অ্যাপের সেবা ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে দেওয়া হবে। একই সঙ্গে আগামী বছরের ১ জানুয়ারি থেকে বর্তমান মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের প্রতি মাসে প্রতিটি সংযোগের জন্য এই নতুন ফি ধার্য করা হবে। 

ডিএসই জানিয়েছে, প্রতি তিন মাস পর অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ, এপ্রিল থেকে জুন, জুলাই থেকে সেপ্টেম্বর এবং অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ত্রৈমাসিক ভিত্তিতে চেক বা অনলাইনের মাধ্যমে ডিএসইতে অগ্রিম অর্থ দিতে হবে। এ জন্য স্টেক হোল্ডারদের কাছে রেজিস্ট্রেশন ফরমসহ ডিএসই মোবাইল অ্যাপ পরিষেবার নির্দেশিকাগুলোর একটি অনুলিপি পাঠিয়েছে এক্সচেঞ্জটি।

বাংলাদেশ ব্যাংকের বৈঠক: স্মার্টফোনে নগদ সহায়তা ইন্টারনেটে ছাড়ের প্রস্তাব

অর্থবছরের ৫ মাস: রাজস্ব আদায়ে বড় ঘাটতি

আদালতের রায়ে ইতিহাস গড়লেন ইলন মাস্ক, সম্পদ ছাড়াল ৭০০ বিলিয়ন ডলার

পুঁজিবাজারে নথি জমা এখন এক ক্লিকে

দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা হতে যাচ্ছে কক্সবাজার

প্রগতি ইন্ডাস্ট্রিজের গ্র্যাচুইটি ফান্ড: কর্মকর্তার অবহেলায় ৬৫ লাখ টাকার ক্ষতি

বিসিআইয়ের সাধারণ সভা: ভ্যাট ও করকাঠামো যুক্তিসংগত করার দাবি

ব্যাংকিং খাতে সঞ্চিতির সংকট: সুরক্ষা ঝুঁকিতে গ্রাহকের আমানত

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

পুনরায় বিটিএমএর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল