হোম > অর্থনীতি

এলপিজি গ্যাসের দাম বেঁধে দিল সরকার

নিজস্ব প্রতিবেদক

বাসা-বাড়িতে ব্যবহৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম বেঁধে দিয়েছে সরকার। ভোক্তা পর্যায়ে রাষ্ট্রায়ত্ত কোম্পানির সাড়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ৫৯১ টাকা। বেসরকারি প্রতিষ্ঠানের ১২ কেজি সিলিন্ডার এলপিজিরি দাম মূসকসহ ৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ দাম ঘোষণা করে। বিইআরসির সচিব রুবিনা ফেরদৌস স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

অনলাইন সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেন, গণশুনানি শেষে সার্বিক বিবেচনা ও কমিশনে দাখিল করা তথ্য যাচাই-বাছাই করে দাম চূড়ান্ত হয়েছে। নির্দিষ্ট করে দেয়া দাম আজ সোমবার থেকে কার্যকর হবে এবং তা পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম প্রতি লিটার ৪৭ টাকা ৯২ পয়সা নির্ধারণ করতেও আদেশ দিয়েছে সংস্থাটি।

বিক্রেতারা নির্দেশ না মানলে কী ব্যবস্থা নেওয়া হবে, সাংবাদিকদের এমন এক প্রশ্নে বিইআরসির চেয়ারম্যান ভোক্তাদের বাড়তি দাম না দেওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, সারাদেশে একই দাম থাকবে। কমিশনের আদেশ বাস্তবায়ন করতে কোম্পানি ও বিক্রেতারা বাধ্য। কেউ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি এলপিজির দাম নির্ধারণ নিয়ে গণশুনানি করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। এর আগে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগেুলো নিজেরাই এলপিজির দাম নির্ধারণ করতো। 

এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে দিতে জনস্বার্থে ২০১৬ সালে রিট আবেদন করেছিল কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী:

  • এলপিজিএল কর্তৃক সরবরাহকৃত ১২ দশিমক ৫ লিটার এলপিজির দাম ৫৯১ টাকা
  • বেসরকারি প্রতিষ্ঠানের রিটেইল পয়েন্টে এলপিজির মূল্য মূসকসহ ৮১ দশমিক ৩০ টাকা। সে হিসাবে ১২ কেজি এলপিজির দাম মূসকসহ ৯৭৫ টাকা।
  • বেসরকারি প্রতিষ্ঠানের রেটিকুলেটেড সিস্টেমের মাধ্যেম সরবরাহ করা এলপিজির ভোক্তা পর্যায়ে মূল্য মূসকসহ প্রতি কেজি ৭৯ দশমিক ০১ টাকা। গ্যাসীয় অবস্থায় মূল্য মূসকসহ প্রতি লিটার দশমিক ১৭৫৬ টাকা।
  • ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূল্য মূসকসহ প্রতি লিটার ৪৭ দশমিক ৯২ টাকা।

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ঋণ নিয়ে সুকুক বন্ড ছাড়ছে সরকার

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারে এনজিওগুলোকে ব্যাংকের সিএসআরের অর্থ দেওয়ার নির্দেশ গভর্নরের

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন