হোম > অর্থনীতি

ব্রিকস জোটে সদস্যপদের আবেদন বেড়ে ৪৪  

পাঁচটি প্রধান উদীয়মান অর্থনীতির দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার জোট ব্রিকসে (BRICS) যোগ দিতে অসংখ্য দেশ আগ্রহ দেখাচ্ছে। জোটটি নতুন সদস্যপদের জন্য আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় ধরনের আবেদন পেয়েছে বলে রয়টার্সকে নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত অনিল শুকলাল।

আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের আধিপত্য হ্রাস করতে আগ্রহী দেশগুলো ব্রিকসের মুদ্রা গ্রহণেও ইচ্ছা প্রকাশ করছে।

নতুন মুদ্রা তৈরির সিদ্ধান্ত সব দেশের সম্মতিতে বাস্তবায়িত হবে। আগামী আগস্টে আসন্ন জোটের শীর্ষ সম্মেলনে পাঁচটি দেশ দ্বারা পাস হওয়ার কথা রয়েছে। ১৫তম ব্রিকস সম্মেলন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হতে চলেছে।

এ পর্যন্ত মোট ৪৪টি দেশ ব্রিকস জোটের অংশ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এর মধ্যে ২২টি দেশ রয়েছে, যারা আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে এবং অন্য ২২টি যারা অনানুষ্ঠানিকভাবে আগ্রহ দেখিয়েছে।

রাষ্ট্রদূত শুকলাল নিশ্চিত করেন, ২২টি দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সঙ্গে যোগাযোগ করেছে। সমানসংখ্যক দেশ অনানুষ্ঠানিক পন্থায়।

রয়টার্সের মতে, রাষ্ট্রদূত উল্লেখ করেছেন, জোটে যোগ দিতে চাওয়া নতুন দেশগুলোর এই প্রবণতা এক বছরেরও বেশি সময় ধরে চলছে।

শুকলাল বলেন, ‘ব্রিকসের দরজায় এই ধাক্কা নতুন কিছু নয়।’ শুকলাল আরও উল্লেখ করেন, আর্জেন্টিনা ও দক্ষিণ আমেরিকার দেশগুলো আনুষ্ঠানিকভাবে সদস্য হওয়ার জন্য আবেদন জমা দিয়েছে। এ ছাড়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও ব্রিকসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তারা বেশ ওজনদার দেশ।

আসন্ন শীর্ষ সম্মেলনে ব্রিকসের নতুন সদস্যপদের অনুমোদনের বিষয়ে আলোচনা হবে। বছরের শেষ নাগাদ গ্রুপটির নাম BRICS+ হওয়ার সম্ভাবনা নিয়েও কথা হবে সম্মেলনে। এই উন্নয়ন জোটটিকে আর্থিকভাবে শক্তিশালী করতে পারে। এটি মার্কিন ডলারকে চ্যালেঞ্জ করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে।

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ই-কমার্সে দিনে ৩ হাজার কেজি গুড়ের ব্যবসা

ভোটের আগেই ৩২ প্রকল্প অনুমোদনের উদ্যোগ

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’