হোম > অর্থনীতি

আগস্ট মাসে দেশে মূল্যস্ফীতি বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি ২০২১-২২ অর্থবছরের আগস্টে দেশে মূল্যস্ফীতি বেড়ে ৫ দশমিক ৫৪ শতাংশ হয়েছে। যা আগের মাস জুলাইয়ে ৫ দশমিক ৩৬ শতাংশ ছিল। পয়েন্ট টু পয়েন্ট (মাসওয়ারি) ভিত্তিতে জুলাইয়ের তুলনায় আগস্টে মূল্যস্ফীতির হার বেড়েছে শূন্য দশমিক ১৮ শতাংশ।

মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে।

বিবিএস’র তথ্যে দেখা গেছে, গত আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৫৪ শতাংশ। এর মধ্যে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ১৬ শতাংশ। আর খাদ্যবহির্ভূত পণ্যে আগস্ট মাসে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ১৩ শতাংশ। এর আগে জুলাইয়ে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক শূন্য ৮ শতাংশ। আর ওই মাসে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৮০ শতাংশ।

অন্যদিকে, আগস্ট মাসে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৭১ শতাংশ। জুলাইয়ে এই হার ছিল ৫ দশমিক ৫৩ শতাংশ।

আর আগস্ট মাসে শহরাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি হার ৫ দশমিক ২২ শতাংশ। যা জুলাইয়ে ছিল ৫ দশমিক শূন্য ৬ শতাংশ।

বিবিএস’র তথ্যে আরও দেখা গেছে, আগস্ট মাসে গ্রামাঞ্চলে খাদ্য মূল্যস্ফীতি হার ৫ দশমিক ৬৭ শতাংশ এবং খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার ৫ দশমিক ৭৯ শতাংশ। এ মাসে শহরাঞ্চলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি হার ৪ দশমিক শূন্য ২ শতাংশ এবং খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৫৯ শতাংশ।

সোনার দাম ভরিতে ১৪৭০ টাকা বাড়ল

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

আরও ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

দিনে ১৭২৫০ টন পেঁয়াজ আমদানির অনুমতি দিল সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

তৈরি পোশাক রপ্তানি: ইইউ-যুক্তরাষ্ট্রের বাইরে সম্ভাবনা জাপানে

এসএমই মেলায় ১৬ কোটি টাকার অর্ডার পেলেন উদ্যোক্তারা

আপেল, মাল্টা, কমলাসহ তাজা ফলের শুল্ক কমানোর সুপারিশ

নির্বাচনে ভোটার ও রাজনীতিবিদের নিরাপত্তা প্রশ্নের মুখে: দেবপ্রিয়