হোম > অর্থনীতি

দাতা সংস্থাগুলো অন্তর্বর্তী সরকারে সহায়তা অব্যাহত রাখবে: অর্থ ও বাণিজ্য উপদেষ্টা

বিশ্বব্যাংক, এডিবি, আইএমএফসহ বিভিন্ন দাতা সংস্থা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অর্থায়ন সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। আজ রোববার এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) কান্ট্রি ডিরেক্টর আডিমন গিন্টিংয়ের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। 

উপদেষ্টা বলেন, ‘আজকের বৈঠকে দাতা সংস্থাগুলো অর্থায়ন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে। আমাদের উন্নয়ন প্রকল্প চালু আছে। যৌক্তিক প্রকল্পে তাদের বৈদেশিক সহায়তা অব্যাহত থাকবে।’ 

এ সময় এক প্রশ্নের জবাবে ড. সালেহ উদ্দিন বলেন, ‘দুর্নীতি বন্ধসহ ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও সহজ করা হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসা হবে। শিগগিরই এর সুফল পাবে সাধারণ মানুষ।’ 

এলডিসি উত্তরণের বিষয়ে সরকার কী ভাবছে, এমন প্রশ্নের জবাবে এই উপদেষ্টা বলেন, ‘এলডিসি উত্তরণ একটি বড় বিষয়। এখানে অনেক শর্ত আছে। এটা শুধু অর্থ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়। নানা ধরনের স্টেকহোল্ডার আছে, তাদের সঙ্গে বসার বিষয় রয়েছে। অর্থনীতির বর্তমান অবস্থা এবং উত্তরণের অগ্রগতি পর্যালোচনার বিষয় রয়েছে। এখনই এ বিষয়ে কিছু বলা যাবে না। 

সরকারি-বেসরকারি বিভিন্ন মানুষের এখন দাবি-দাওয়া উঠছে, এর সুরাহা কীভাবে হবে—এমন প্রশ্নের জবাবে সালেহ উদ্দিন বলেন, ‘আমার কাছে সরকারি-বেসরকারি সবাই সমান। সবাই যাতে সুন্দর জীবনব্যবস্থার মধ্যে আসতে পারে, সাধ্যমতো তার চেষ্টা করা হবে।’

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

প্রবৃদ্ধির সংকটেই কাটবে বছর

জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানি করতে চায় বিপিসি

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

এনএসইজেডে ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে জ্যান্ট অ্যাকসেসরিজ

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না, বিধিমালা জারি

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি