হোম > অর্থনীতি

ডলারের দাম আরও ২ টাকা বেড়ে ১২২

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

রেমিট্যান্স দেশে আনতে বিদেশি বিভিন্ন এক্সচেঞ্জ হাউস থেকে কেনা ডলারের দাম এতদিন ছিল ১২০ টাকা। সেখান থেকে ২ টাকা বৃদ্ধি করে ১২২ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সিদ্ধান্ত আজ রোববার থেকে কার্যকর করা হয়েছে। আর নতুন রেট বাংলাদেশ ব্যাংকের ওয়েবে প্রকাশ করা হয়েছে। অথচ গত জানুয়ারিতে ডলারের রেট ছিল ১১০ টাকা। সেই হিসাবে মাত্র ৮ মাসে ডলারের দাম বেড়েছে ১২ টাকা।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর দেশে সরকারি-বেসরকারি ব্যাংকের ট্রেজারিপ্রধানদের সঙ্গে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ডলারের দাম নির্ধারণ করা হয় ১২০ টাকা। আর গত ৮ মে ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারে দাম এক দিনে ৭ টাকা বৃদ্ধি করে ১১৭ টাকা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, আমদানিনির্ভর দেশ হওয়ায় ডলারের দাম বাড়ায় আমদানি খরচ বেড়ে গেছে। সামনে দাম আরও বাড়বে। চাপ বাড়বে সাধারণ মানুষের। আর মূল্যস্ফীতি আরও বেড়ে গেলে সাধারণ মানুষ আরও নাকাল হয়ে পড়বে।

এদিকে খোলাবাজারে প্রতি ডলার ১২৪-১২৮ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে সীমান্ত এলাকাগুলোয় প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৭ টাকা করে। ঢাকার বিমানবন্দরসহ কিছু এলাকায়ও প্রতি ডলার ১২৬-১২৭ টাকা করে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও ব্যাংকিং নীতি ও প্রবিধি বিভাগের পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, সম্প্রতি ডলারের রেট বেড়েছে। সে জন্য রেট বাজারমুখী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেই ধারাবাহিকতায় বাজারের দিকে খেয়াল রেখেই নতুন রেট নির্ধারণ করা হয়েছে। ডলার বাজার নিয়ন্ত্রণে যথেষ্ট তৎপরতা রয়েছে। সম্প্রতি ডলারে স্বস্তিও ফিরেছে। আর দ্রব্যমূল্যের প্রভাব এখন বিষয় নয়।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

এনএসইজেডে ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে জ্যান্ট অ্যাকসেসরিজ

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না, বিধিমালা জারি

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

কিশোরগঞ্জ বিসিক: প্লট বরাদ্দ হলেও শিল্পের দেখা নেই ৩৮ বছরে

ইরান সংকটে তেলের দাম বেড়েছে ১.৭%

অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি দ্বিগুণ