হোম > অর্থনীতি

হঠাৎ বাড়ল জ্বালানি তেলের দাম

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

গতকাল বৃহস্পতিবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, পশ্চিমা বিশ্বে বড়দিনের ছুটির মধ্যেই তেলের দাম বাড়ার কারণ হলো, বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ চীনের অর্থনীতি চাঙা করার জন্য আরও প্রণোদনা ঘোষণা করবে, যার ফলে তেলের চাহিদা বাড়বে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলভান্ডারের মজুত কমে যাওয়ার খবরও বাজার দামে প্রভাব ফেলেছে।

এ বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সকালে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ০.২% বা ১১ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৭৩.৬৯ ডলারে দাঁড়িয়েছে। একই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ০.২% বা ১৫ সেন্ট বেড়ে ৭০.২৫ ডলারে উঠেছে।

চীন আগামী বছর অর্থনীতি চাঙা করার জন্য পেনশন এবং স্বাস্থ্যবিমা বাবদ ভর্তুকি বাড়ানোর পাশাপাশি ৪১১ বিলিয়ন ডলারের ট্রেজারি বন্ড ছাড়বে। এসব উদ্যোগের ফলে চীনের তেলের চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্ববাজার বিশ্লেষকেরা মনে করছেন, চীনের প্রণোদনা এবং ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে কোনো বড় বাধা না আসার প্রত্যাশা বাজারে চাঙাভাব সৃষ্টি করেছে।

এদিকে, ২০ ডিসেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলভান্ডারের মজুত ১.৯ মিলিয়ন বা ১৯ লাখ ব্যারেল কমেছে, যা বাজারে উত্তেজনা বাড়িয়েছে। গ্যাসোলিন ও ডিস্টিলেটের মজুতও যথাক্রমে ১১ লাখ ও ৩ লাখ ব্যারেল কমেছে।

বাংলাদেশ ব্যাংকের বৈঠক: স্মার্টফোনে নগদ সহায়তা ইন্টারনেটে ছাড়ের প্রস্তাব

অর্থবছরের ৫ মাস: রাজস্ব আদায়ে বড় ঘাটতি

আদালতের রায়ে ইতিহাস গড়লেন ইলন মাস্ক, সম্পদ ছাড়াল ৭০০ বিলিয়ন ডলার

পুঁজিবাজারে নথি জমা এখন এক ক্লিকে

দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা হতে যাচ্ছে কক্সবাজার

প্রগতি ইন্ডাস্ট্রিজের গ্র্যাচুইটি ফান্ড: কর্মকর্তার অবহেলায় ৬৫ লাখ টাকার ক্ষতি

বিসিআইয়ের সাধারণ সভা: ভ্যাট ও করকাঠামো যুক্তিসংগত করার দাবি

ব্যাংকিং খাতে সঞ্চিতির সংকট: সুরক্ষা ঝুঁকিতে গ্রাহকের আমানত

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

পুনরায় বিটিএমএর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল