ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও চেক ফেরত দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মো. হাতেম আলী। তিনি বলেন, ‘ব্যাংক থেকে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে না। আমাদের চেক ফেরত দেওয়া হচ্ছে।’
আজ রোববার দুপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
হাতেম আলী বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যাংকে। আমাদের ব্যাংকে টাকা আছে, কিন্তু ১০-১২টি ব্যাংক থেকে আমরা সম্পূর্ণ সহযোগিতা পাচ্ছি না। আমাদের চেকগুলো ফেরত দেওয়া হচ্ছে। এই ব্যাপারে আমরা সরকারের সহযোগিতা চাই।’