হোম > অর্থনীতি

চিনিসহ নিত্যপণ্যে এলসি খরচ কমছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

বাজারে চিনির দাম সহনীয় ও স্থিতিশীল রাখতে আগামী ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আমদানি শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পরিশোধিত চিনির আমদানি শুল্ক প্রতি টনে ৪ হাজার ৫০০ থেকে কমিয়ে ৪ হাজার টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। আজ সোমবার বেলা ৩টায় জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

এর আগে, ২০২৪ সালের অক্টোবরে পরিশোধিত চিনির আমদানি শুল্ক প্রতি টনে ৬ হাজার থেকে কমিয়ে ৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সময়, পরিশোধিত ও অপরিশোধিত চিনির ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে আনা হয়।

চিনির পাশাপাশি নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণেও নেওয়া হচ্ছে উদ্যোগ। প্রস্তাবিত বাজেটে এসব পণ্য আমদানির ক্ষেত্রে এলসি (ঋণপত্র) খোলার সময় উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ করার কথা বলা হয়েছে। উৎসে কর হ্রাসের প্রস্তাব যেসব পণ্যে প্রযোজ্য হবে, সেগুলোর মধ্যে রয়েছে ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, ডাল, আদা, হলুদ, শুকনো মরিচ, ভুট্টা, মোটা আটা, ভোজ্যতেল, লবণ, চিনি, বাদাম, খেজুর, কম্পিউটার ও এর যন্ত্রাংশসহ সব ধরনের ফল।

জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানি করতে চায় বিপিসি

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

এনএসইজেডে ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে জ্যান্ট অ্যাকসেসরিজ

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের

সিঅ্যান্ডএফ এজেন্ট লাইসেন্স আর স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে না, বিধিমালা জারি

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

কিশোরগঞ্জ বিসিক: প্লট বরাদ্দ হলেও শিল্পের দেখা নেই ৩৮ বছরে

ইরান সংকটে তেলের দাম বেড়েছে ১.৭%