জিনিসপত্রের লাগামহীন দামের কারণে দেশের মূল্যস্ফীতির হার দুই অঙ্ক ছুঁই ছুঁই করছে। সর্বশেষ মে মাসে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশে, যা গত এক যুগের মধ্যে সর্বোচ্চ। সরকারিভাবে মূল্যস্ফীতি নিরূপণের দায়িত্বে থাকা বিবিএস এর সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।
এর আগে ২০১১ সালের মে মাসে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ২ শতাংশ।
৯ মাস ধরে সীমাহীন মূল্যস্ফীতি থাকলেও সরকার আগামী বাজেটে তা ৬ শতাংশে বেঁধে রাখার আশা করছে।
বিবিএসের তথ্যে দেখা গেছে, মে মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ, অপর দিকে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ।