হোম > অর্থনীতি

নির্বাচন ও বুদ্ধপূর্ণিমার জন্য বেনাপোল বন্দর ৫ দিন বন্ধ 

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন, যশোরের শার্শা উপজেলা নির্বাচন ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকছে বেনাপোল বন্দরের মধ্যে আমদানি–রপ্তানি কার্যক্রম। আজ শনিবার থেকে বুধবার পর্যন্ত দুই দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে। এতে বন্দরে আটকা পড়েছে সহস্রাধিক পণ্যবোঝাই ট্রাক। 

এর আগে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে নিরাপত্তার কারণে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে ২০ মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ রাখা হয়। শুধু মেডিকেল ভিসা ও ভারতীয় পাসপোর্টধারীরা বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়। 

গতকাল সন্ধ্যা থেকে ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ থাকলেও আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ছিল। আজ শনিবার থেকে আগামী বুধবার (২২ মে) পর্যন্ত এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে ২১ মে যশোরের শার্শা উপজেলা নির্বাচন এবং ২২ মে বুদ্ধপূর্ণিমার ছুটি। 

আমদানি-রপ্তানি বন্ধ হয়ে পড়ায় দুই বন্দরে আটকা পড়েছে সহস্রাধিক পণ্যবোঝাই ট্রাক। এতে বিপাকে পড়েছেন চালকেরা। 

পণ্য পরিবহনকারী ট্রাকচালক জমির উদ্দীন বলেন, ‘পাঁচ দিন বন্ধের কারণে বন্দরে আটকা পড়েছি। এতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।’ 

বেনাপোল বন্দর আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, ভারতে নির্বাচন ও বুদ্ধপূর্ণিমার ছুটিতে পাঁচ দিন আমদানি-রপ্তানি বন্ধ রেখেছে ভারত সরকার। এতে তাদের অনেক পণ্যবাহী ট্রাক ওপারে আটকা পড়েছে। 

বেনাপোল স্থলবন্দর প্যাসেঞ্জার টার্মিনালের ইনচার্জ নাহিদুল ইসলাম নাহিদ জানান, ভারতীয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞায় ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ আছে। তবে মেডিকেল ভিসা চালু আছে। ২১ মে থেকে সব ধরনের পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক এবং ২৩ মে থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।

এসএমই মেলায় ১৬ কোটি টাকার অর্ডার পেলেন উদ্যোক্তারা

আপেল, মাল্টা, কমলাসহ তাজা ফলের শুল্ক কমানোর সুপারিশ

নির্বাচনে ভোটার ও রাজনীতিবিদের নিরাপত্তা প্রশ্নের মুখে: দেবপ্রিয়

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন

ভারতের ওপর কেন ৫০ শতাংশ শুল্ক দিল মেক্সিকো, নয়াদিল্লির ক্ষতি কতটা

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

ঢাকা চেম্বারের সেমিনার: বিদেশে চিকিৎসার ব্যয় বছরে ৫ বিলিয়ন ডলার

বছরের বড় হাটে দুই কোটি বেচাকেনা, ঊর্ধ্বমুখী দাম

ক্রেডিট কার্ডের ব্যবহার: বিদেশে বাংলাদেশিদের খরচ বাড়ল এক মাসেই ৫১ কোটি

এআই ডেটা সেন্টারে ব্যাপক চাহিদা, তামার দাম ১২ হাজার ডলার ছুঁই ছুঁই