হোম > অর্থনীতি

বাণিজ্য বাড়ছে বাংলাদেশ-জাপানের মধ্যে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ও জাপানের মধ্যে দিনদিন বাণিজ্য বাড়ছে বলে জানিয়েছেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে আলোচনায় এ কথা বলেন তিনি। আজ মঙ্গলবার টোকিওর বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপান-বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপায় নিয়ে টোকিওতে বাংলাদেশ দূতাবাস এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) মধ্যে অনলাইনে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় উপস্থিত ছিলেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আসিফ এ. চৌধুরী, দূতাবাসের সব কর্মকর্তা এবং জেবিসিসিআইয়ের বোর্ড সদস্যরা। অনুষ্ঠানে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে করণীয়, প্রয়োজনীয় উদ্যোগ, সুবিধা-অসুবিধাসহ নানাবিধ বিষয়ে আলোকপাত করা হয়। 

অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু এবং উন্নয়ন সহযোগী রাষ্ট্র। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ এবং বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন প্রণোদনার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত জানান, জাপানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য দিনদিন বাড়ছে। করোনা মহামারি সত্ত্বেও টোকিওর বাংলাদেশ দূতাবাস দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্প্রসারণে নানাবিধ উদ্যোগ অব্যাহত রেখেছে। তিনি জাপানি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে তথ্যপ্রযুক্তি, পোশাকশিল্প, চামড়াসহ বিভিন্ন খাতে বিনিয়োগের পথ সুগম করার জন্য জেবিসিসিআইকে আরও বেশি কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেবিসিসিআইয়ের প্রেসিডেন্ট আসিফ এ চৌধুরী। এ ছাড়া জেবিসিসিআইয়ের জেনারেল সেক্রেটারি তারেক রাফি ভূঁইয়া এবং বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর ড. আরিফুল হক পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। 

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে ১১ প্রতিষ্ঠানের চুক্তি

ভারতীয় সুতা আমদানির খরচ কম, বন্ড সুবিধা বহাল চায় বিজিএমইএ-বিকেএমইএ

২০২৫ সালে চীনা অর্থনীতির প্রবৃদ্ধি ৫ শতাংশ

সুতায় বন্ড সুবিধার প্রশ্নে মুখোমুখি অবস্থান

আইএমইডির প্রতিবেদন: উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থবিরতা

পুঁজিবাজার: আবুল খায়ের হিরুর বার্তার পর বড় উত্থান

কেএলডি অ্যাপারেলস: বন্ড অপব্যবহারে ৪.৮৫ কোটি টাকার শুল্ক ফাঁকি

পোশাকশিল্পের সুতা আমদানিতে শুল্কমুক্ত বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ