হোম > অর্থনীতি

বাংলাদেশ ব্যাংককে সিএ লাইসেন্স দিল সিসিএ

ডিজিটাল বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নিতে সরকার ক্যাশ লেস লেনদেন ব্যবস্থা বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে। এরই ধারাবাহিকতায় অনলাইন লেনদেনের ক্ষেত্রে আর্থিক ঝুঁকি হ্রাস ও সার্বিক নিরাপত্তায় তথ্য প্রযুক্তি বিকাশে ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক (সিসিএ) বাংলাদেশ ব্যাংককে সিএ লাইসেন্স প্রদান করেছে। 

আজ রোববার বিকেলে সিসিএ কার্যালয় বাংলাদেশ ব্যাংককে সিএ লাইসেন্সটি হস্তান্তর করা হয়। 

লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ। এ ছাড়া অনুষ্ঠানে সিসিএ কার্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন সিসিএ কার্যালয়ের নিয়ন্ত্রক আবু সাঈদ চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব হুমায়ুন কবির। 

এই লাইসেন্স প্রদান কার্যক্রমকে বাংলাদেশে ইলেকট্রনিক স্বাক্ষর বা ডিজিটাল স্বাক্ষর প্রসারের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচনা করছেন উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং খাতে ডিজিটাল স্বাক্ষর বাস্তবায়নের ফলে দেশের জনগণের অনলাইন আর্থিক লেনদেনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলেও মনে করেন তাঁরা। 

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সঙ্গে ১১ প্রতিষ্ঠানের চুক্তি

ভারতীয় সুতা আমদানির খরচ কম, বন্ড সুবিধা বহাল চায় বিজিএমইএ-বিকেএমইএ

২০২৫ সালে চীনা অর্থনীতির প্রবৃদ্ধি ৫ শতাংশ

সুতায় বন্ড সুবিধার প্রশ্নে মুখোমুখি অবস্থান

আইএমইডির প্রতিবেদন: উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্থবিরতা

পুঁজিবাজার: আবুল খায়ের হিরুর বার্তার পর বড় উত্থান

কেএলডি অ্যাপারেলস: বন্ড অপব্যবহারে ৪.৮৫ কোটি টাকার শুল্ক ফাঁকি

পোশাকশিল্পের সুতা আমদানিতে শুল্কমুক্ত বন্ড সুবিধা প্রত্যাহারের সুপারিশ