হোম > অর্থনীতি

মোংলা বন্দরে খালাস চলছে ভারত থেকে আসা ৩২ হাজার টন চাল

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা বন্দরে ভেড়া ভারত থেকে আসা চালবাহী জাহাজ। ছবি: আজকের পত্রিকা

মোংলা বন্দরে খালাস চলছে ভারত থেকে আমদানি করা ৩২ হাজার ৫৯৩ টন সরকারি চাল। গতকাল সোমবার দুপুর থেকে বন্দরের হাড়বাড়িয়া-১-এ অবস্থানরত এমভি হোয়াং এনহ-০৯ এবং বেসক্রিক-৫ নম্বরে থাকা এমভি ট্রাংক এন-০৮ নামের দুটি জাহাজ থেকে চাল খালাস শুরু হয়।

এর আগে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের আওতায় চালবোঝাই জাহাজ দুটি ১৪ জুন মোংলা বন্দরে পৌঁছায়। বন্দর কর্তৃপক্ষ জানায়, এ পর্যন্ত মোংলা বন্দরের মাধ্যমে ২৫টি জাহাজে করে ২ লাখ ৪৭৭ টন চাল খালাস করা হয়েছে।

চাল আমদানির অংশ হিসেবে প্রথম ২০ জানুয়ারি ভারত থেকে চাল আসে মোংলায়। ওই চালান ভিয়েতনামের পতাকাবাহী এমভি পুথান-৩৬ জাহাজে করে এসেছিল, যার পরিমাণ ছিল ৫ হাজার ৭০০ টন।

মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্যনিয়ন্ত্রক আবদুস সোবাহান বলেন, এটি ভারত থেকে মোংলা বন্দরে আসা চালের ২৫তম চালান। দুটি জাহাজে মোট ৩২ হাজার ৫৯৩ টন চাল রয়েছে। ভৌত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পর খালাস কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও জানান, ১৮ জুন আরও ১১ হাজার ৫০০ টন চালের ২৬তম চালান নিয়ে মোংলা বন্দরে ভিড়বে এমভি পাইওনিয়র জাহাজ।

খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ জানুয়ারি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের সঙ্গে ৮ লাখ ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি হয়। এর মধ্যে ৪০ শতাংশ চাল খালাস হবে মোংলা বন্দরে, বাকি ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে।

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক: দেড় লাখ কোটি টাকার মন্দ ঋণ নিয়ে হাবুডুবু

সুদহার কমানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

তিন বছর পিছিয়ে দেশের পুঁজিবাজার

দেউলিয়া এনবিএফআই শেয়ারের দাম বাড়ল হু হু করে, কিনছে কারা— প্রশ্ন অংশীদারদের

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

অর্থবছরের ৬ মাস: রাজস্ব লক্ষ্যপূরণে ব্যর্থ এনবিআর

সোনার দামে রেকর্ড, ভরি ২ লাখ ৩৯ হাজার টাকা

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত