হোম > অর্থনীতি

মোংলা বন্দরে খালাস চলছে ভারত থেকে আসা ৩২ হাজার টন চাল

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা বন্দরে ভেড়া ভারত থেকে আসা চালবাহী জাহাজ। ছবি: আজকের পত্রিকা

মোংলা বন্দরে খালাস চলছে ভারত থেকে আমদানি করা ৩২ হাজার ৫৯৩ টন সরকারি চাল। গতকাল সোমবার দুপুর থেকে বন্দরের হাড়বাড়িয়া-১-এ অবস্থানরত এমভি হোয়াং এনহ-০৯ এবং বেসক্রিক-৫ নম্বরে থাকা এমভি ট্রাংক এন-০৮ নামের দুটি জাহাজ থেকে চাল খালাস শুরু হয়।

এর আগে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের আওতায় চালবোঝাই জাহাজ দুটি ১৪ জুন মোংলা বন্দরে পৌঁছায়। বন্দর কর্তৃপক্ষ জানায়, এ পর্যন্ত মোংলা বন্দরের মাধ্যমে ২৫টি জাহাজে করে ২ লাখ ৪৭৭ টন চাল খালাস করা হয়েছে।

চাল আমদানির অংশ হিসেবে প্রথম ২০ জানুয়ারি ভারত থেকে চাল আসে মোংলায়। ওই চালান ভিয়েতনামের পতাকাবাহী এমভি পুথান-৩৬ জাহাজে করে এসেছিল, যার পরিমাণ ছিল ৫ হাজার ৭০০ টন।

মোংলা বন্দর এলাকার সহকারী খাদ্যনিয়ন্ত্রক আবদুস সোবাহান বলেন, এটি ভারত থেকে মোংলা বন্দরে আসা চালের ২৫তম চালান। দুটি জাহাজে মোট ৩২ হাজার ৫৯৩ টন চাল রয়েছে। ভৌত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পর খালাস কার্যক্রম শুরু হয়েছে।

তিনি আরও জানান, ১৮ জুন আরও ১১ হাজার ৫০০ টন চালের ২৬তম চালান নিয়ে মোংলা বন্দরে ভিড়বে এমভি পাইওনিয়র জাহাজ।

খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ জানুয়ারি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের সঙ্গে ৮ লাখ ৫০ হাজার টন চাল আমদানির চুক্তি হয়। এর মধ্যে ৪০ শতাংশ চাল খালাস হবে মোংলা বন্দরে, বাকি ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে।

স্কয়ার ফার্মার ১০ লাখ শেয়ার কিনবেন রত্না পাত্র

ভেনামি চিংড়ির পোনা আমদানি স্থগিত

বন্ধ ও লভ্যাংশহীন কোম্পানির জন্য হচ্ছে ‘আর’ ক্যাটাগরি

পাঁচ ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি

বাংলাদেশ-নেপাল বাণিজ্য চুক্তি চূড়ান্তের পথে

ব্যবসায়িক সংগঠনের সনদ দেওয়ার ক্ষমতা থাকছে না

চট্টগ্রাম বন্দর: ৪৫ লাখ টন পণ্য নিয়ে ভাসছে বড় বড় জাহাজ

বাজারদর: সবজির দাম চড়া, চাল চিনি, মুরগিও ঊর্ধ্বমুখী

২০২৬ সালের জেসিআই ইন বিজনেস কমিটি ঘোষণা

এলপিজি সংকটের জন্য ইরান পরিস্থিতি দায়ী: বিইআরসি চেয়ারম্যান