হোম > অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ইইউর বাজারে আশঙ্কাজনক হারে কমছে পোশাক রপ্তানি: বিজিএমইএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নে সাম্প্রতিক সময়ে রপ্তানি কমে যাওয়াকে আশঙ্কাজনক বলে উল্লেখ করেছেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। আজ রাজধানীর উত্তরায় বিজিএমইএর নিজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

ফারুক হাসান বলেন, ‘কয়েক মাস থেকেই আমরা বলে আসছিলাম যে আমাদের পোশাক রপ্তানিতে একটি মন্দাভাব শুরু হতে যাচ্ছে, সাম্প্রতিক মাসগুলোর নেতিবাচক প্রবৃদ্ধি থেকে এর প্রতিফলন পাওয়া যাচ্ছে। চলতি বছরের সর্বশেষ দুই মাস মার্চ এবং এপ্রিলে আমাদের পোশাক রপ্তানি মূল্যের দিক থেকেও নেগেটিভে চলে গেছে। সার্বিকভাবে মোট পোশাক রপ্তানি মার্চ মাসে কমেছে ১ দশমিক ০৪ শতাংশ এবং এপ্রিলে রপ্তানি কমেছে ১৫ দশমিক ৪৮ শতাংশ।’ 

অন্যদিকে সবচেয়ে বড় পোশাকের বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের গত বছরের নভেম্বর থেকে বাংলাদেশ হতে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি কমে আসছে বলে সংবাদ সম্মেলনে জানান ফারুক হাসান। 

ফারুক হাসান বলেন, গত বছরের নভেম্বরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি কমে ৯ দশমিক ৮৪ শতাংশ এবং ডিসেম্বরে কমে ১২ দশমিক ৯৪ শতাংশ। তবে জানুয়ারিতে কিছুটা বৃদ্ধি পেলেও ফেব্রুয়ারি এবং মার্চে নেগেটিভ প্রবৃদ্ধি হয়। 

বিজিএমইএর সভাপতি জানান, গত নভেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি ভ্যালুতে ১২ দশমিক ৬৬ শতাংশ কমেছে, সেখানে ভলিউমে কমেছে ২৫ দশমিক ৯৫ শতাংশ। 

ইউরোস্ট্যাটের আমদানি তথ্যের উদ্ধৃতি দিয়ে ফারুক হাসান বলেন, নভেম্বর-ফেব্রুয়ারি সময়ে ইউরোপ বাংলাদেশ থেকে পোশাক আমদানি ভ্যালুতে বেড়েছে ৭ দশমিক ১০ শতাংশ এবং ভলিউমে কমেছে ৪ দশমিক ১২ শতাংশ। 

পরিমাণের দিক দিয়ে মোট পোশাক রপ্তানি কমলেও ইউনিট প্রাইস বৃদ্ধি এবং সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ-মূল্য সংযোজিত পণ্য রপ্তানি বেড়ে যাওয়াই পোশাক রপ্তানি থেকে আয় এখনো স্থিতিশীল আছে বলে জানিয়েছেন ফারুক হাসান। 
 
ফারুক হাসান আরও বলে, তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব অর্থনীতিতে যে মন্দাবাদ দেখা যাচ্ছে সামনের দিনগুলোতে তৈরি পোশাকে কি অবস্থা হবে তা এখন বলা মুশকিল।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: হুন্ডি নিয়ন্ত্রণে রেমিট্যান্সে জোয়ার

ঊর্ধ্বমুখী সূচকে নতুন বছরের শুরু

গ্যাস-সংকট: এবার ভোক্তার পকেট কাটছেন এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীরা

বাজারদর: নতুন বছরে চালের বাজারে স্বস্তি

বিলুপ্ত ৫ ব্যাংকের আমানতকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান, টাকা তুলতে পারায় স্বস্তি

ইভি বিক্রিতে রেকর্ড চীনের বিওয়াইডির

সঞ্চয়পত্রে মুনাফার হার আরও কমল

কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সেবা শতভাগ অনলাইনে

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার