হোম > অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ইইউর বাজারে আশঙ্কাজনক হারে কমছে পোশাক রপ্তানি: বিজিএমইএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নে সাম্প্রতিক সময়ে রপ্তানি কমে যাওয়াকে আশঙ্কাজনক বলে উল্লেখ করেছেন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। আজ রাজধানীর উত্তরায় বিজিএমইএর নিজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

ফারুক হাসান বলেন, ‘কয়েক মাস থেকেই আমরা বলে আসছিলাম যে আমাদের পোশাক রপ্তানিতে একটি মন্দাভাব শুরু হতে যাচ্ছে, সাম্প্রতিক মাসগুলোর নেতিবাচক প্রবৃদ্ধি থেকে এর প্রতিফলন পাওয়া যাচ্ছে। চলতি বছরের সর্বশেষ দুই মাস মার্চ এবং এপ্রিলে আমাদের পোশাক রপ্তানি মূল্যের দিক থেকেও নেগেটিভে চলে গেছে। সার্বিকভাবে মোট পোশাক রপ্তানি মার্চ মাসে কমেছে ১ দশমিক ০৪ শতাংশ এবং এপ্রিলে রপ্তানি কমেছে ১৫ দশমিক ৪৮ শতাংশ।’ 

অন্যদিকে সবচেয়ে বড় পোশাকের বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের গত বছরের নভেম্বর থেকে বাংলাদেশ হতে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি কমে আসছে বলে সংবাদ সম্মেলনে জানান ফারুক হাসান। 

ফারুক হাসান বলেন, গত বছরের নভেম্বরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি কমে ৯ দশমিক ৮৪ শতাংশ এবং ডিসেম্বরে কমে ১২ দশমিক ৯৪ শতাংশ। তবে জানুয়ারিতে কিছুটা বৃদ্ধি পেলেও ফেব্রুয়ারি এবং মার্চে নেগেটিভ প্রবৃদ্ধি হয়। 

বিজিএমইএর সভাপতি জানান, গত নভেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি ভ্যালুতে ১২ দশমিক ৬৬ শতাংশ কমেছে, সেখানে ভলিউমে কমেছে ২৫ দশমিক ৯৫ শতাংশ। 

ইউরোস্ট্যাটের আমদানি তথ্যের উদ্ধৃতি দিয়ে ফারুক হাসান বলেন, নভেম্বর-ফেব্রুয়ারি সময়ে ইউরোপ বাংলাদেশ থেকে পোশাক আমদানি ভ্যালুতে বেড়েছে ৭ দশমিক ১০ শতাংশ এবং ভলিউমে কমেছে ৪ দশমিক ১২ শতাংশ। 

পরিমাণের দিক দিয়ে মোট পোশাক রপ্তানি কমলেও ইউনিট প্রাইস বৃদ্ধি এবং সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ-মূল্য সংযোজিত পণ্য রপ্তানি বেড়ে যাওয়াই পোশাক রপ্তানি থেকে আয় এখনো স্থিতিশীল আছে বলে জানিয়েছেন ফারুক হাসান। 
 
ফারুক হাসান আরও বলে, তবে ইউক্রেন রাশিয়া যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ব অর্থনীতিতে যে মন্দাবাদ দেখা যাচ্ছে সামনের দিনগুলোতে তৈরি পোশাকে কি অবস্থা হবে তা এখন বলা মুশকিল।

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড উন্মোচন করল ‘অল-নিউ হোন্ডা NX 200’

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ

ইনফরমেশন হেল্প ডেস্ক চালু করল ডিএসই

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের চলাচল নজরদারি করবে এনবিআর

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

২০ কোটি টাকার বেশি সব ঋণ ফের যাচাই করা হবে: গভর্নর