হোম > অর্থনীতি

চীনা কোম্পানি ১ কোটি ডলার বিনিয়োগ আনছে মোংলায়, তৈরি হবে জ্যাকেট, ভেস্ট, হেলমেট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ সোমবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে সেইফটি গার্মেন্টস বাংলাদেশের চুক্তি হয়েছে। ছবি: বেপজা

চীনা কোম্পানি সেইফটি গার্মেন্টস বাংলাদেশ মোংলা ইপিজেডে ১ কোটি ২২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে। আজ সোমবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে এবিষয়ে চুক্তি হয়েছে।

ঢাকায় বেপজার নির্বাহী দপ্তরে সংস্থার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (প্রকৌশল এবং বিনিয়োগ উন্নয়ন-অতিরিক্ত দায়িত্ব) ইমতিয়াজ হোসেন এবং সেইফটি গার্মেন্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শি ইয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় বেপজার সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক তানভীর হোসেন, নির্বাহী পরিচালক তাজিম-উর-রহমান এবং সেইফটি গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই বিনিয়োগ দিয়ে চীনা কোম্পানিটি ইপিজেডে উচ্চ মানসম্পন্ন গার্মেন্টস কারখানা গড়ে তুলবে। সেখানে রিফ্লেকটিভ জ্যাকেট, ভেস্ট, টি-শার্ট, ফ্লিচ জ্যাকেট ও কভারল ও সেফটি হেলমেট তৈরি হবে। এই কারখানায় ১ হাজার ৬১৬ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

মোংলা ইপিজেডকে বিনিয়োগ গন্তব্য হিসেবে বেছে নেওয়ায় সেইফটি গার্মেন্টসকে ধন্যবাদ জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান। বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ দিতে বেপজার অঙ্গীকার তুলে ধরেন তিনি।

প্রতিষ্ঠানটি ইপিজেডে সফলভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি পরিবেশ সুরক্ষাকেও গুরুত্ব দেবে বলে বেপজার নির্বাহী চেয়ারম্যান আশাপ্রকাশ করেন।

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা