হোম > অর্থনীতি

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সীমা বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

মোবাইলে ব্যাংকিংয়ে (এমএফএস) লেনদেনের সীমা বাড়ানো হয়েছে। এর ফলে এখন থেকে আগের চেয়ে বেশি টাকা জমা বা ক্যাশ ইন ও উত্তোলন (ক্যাশ আউট) করা যাবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ‘পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট’ এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের এ নতুন সীমা নির্ধারণ করে দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, নতুন নিয়মে একজন গ্রাহক তাঁর অ্যাকাউন্টে দিনে ৫০ হাজার টাকা ক্যাশ ইন বা জমা করতে পারবেন। আর মাসে সর্বোচ্চ ৩ লাখ টাকা ক্যাশ ইন করা যাবে। এর আগে দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা ও মাসে ২ লাখ টাকা লেনদেন করতে পারতেন একজন গ্রাহক। তবে ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে আগের মতো দিনে ৫০ হাজার ও মাসে ৩ লাখ টাকা অপরিবর্তিত রয়েছে। একই সঙ্গে দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা তোলা বা ক্যাশ আউট করা যাবে। মাসে ২ লাখ টাকা উত্তোলন করা যাবে। আগে সর্বোচ্চ ২৫ হাজার টাকা তোলা বা ক্যাশ আউট করা যেত। আর মাসে সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলনের সুবিধা ছিল।

এ ছাড়া ব্যবসা হতে ব্যক্তিতে অর্থ প্রেরণ (বিটুপি) দৈনিক সীমা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করা হয়েছে। মাসিক ২ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়েছে। আর হিসাবের স্থিতির সীমা ৩ থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে। তবে ব্যাংক ট্রান্সফারের (ব্যাংক হিসাব ও কার্ড) আগে সীমা অপরিবর্তিত থাকবে। এ ক্ষেত্রে কোনো লেনদেনের সংখ্যা প্রযোজ্য নয় বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সঞ্চয়পত্র আগের সুদে বিক্রয় শুরু রোববার

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেক্সিমকো জোর করে সুকুক বন্ড বিক্রি করে দেশের বন্ড বাজার ক্ষতিগ্রস্ত করেছে: গভর্নর

নতুন ইসলামি সুকুক বন্ড আনছে সরকার: গভর্নর

ইসলামি ব্যাংকিং শুধু ধর্মীয় আবেগ নয়, পূর্ণাঙ্গ অর্থনৈতিক ব্যবস্থা: গভর্নর

সুদের হার হঠাৎ কমানো সহজ সিদ্ধান্ত নয়: অর্থ উপদেষ্টা

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত