হোম > অর্থনীতি

ফাটকাদের বিষয়ে সজাগ থাকতে হবে: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, এখানে যাঁরা ফাটকা ব্যবসায়ী রয়েছেন, তাঁদের বিষয়ে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে, যেন তাঁরা সুযোগ না নিতে পারেন। গতকাল বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) সংযোগে তিনি এ কথা বলেন। 

শিল্পমন্ত্রী বলেন, ‘আজকে হোম লোন থেকে শুরু করে সব জায়গায় ক্ষুদ্র ব্যবসায়ী যাঁরা আছেন, বাজারভিত্তিক যেখানে প্রয়োজন পড়ছে সেখানে আপনারা চলে যাচ্ছেন। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর পাশাপাশি এনবিএফআই প্রতিষ্ঠানগুলো বড় ভূমিকা রাখছে। এনবিএফআইগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে গ্রাহকদের মধ্যে আস্থার জায়গা তৈরি করতে হবে।’ 

বাংলাদেশের প্রেক্ষাপটে এনবিএফআইয়ের সেবা ও কার্যক্রম জনগণের সামনে তুলে ধরার প্রয়াস থেকেই বণিক বার্তা ও বিএলএফসিএ দিনব্যাপী এই সংযোগের আয়োজন করেছে। সংযোগের অংশ হিসেবে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের সঙ্গে ‘মিট দ্য লিডারস’ নামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন আর্থিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা। 

বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশে আর্থিক প্রতিষ্ঠানের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভা। এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান। 

ফের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় বসছে ঢাকা–কাঠমান্ডু

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা