হোম > অর্থনীতি

সবজি ও মাছের দাম কমছেই না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বাজারে সবজির দাম কমছেই না। বাজারে শীতের সবজির প্রচুর সরবরাহ থাকলেও দাম কমছে না। বিক্রেতাদের অজুহাত, পাইকারি বাজারের বাড়তি দাম। ফলে মানুষকে সবজির ভরা মৌসুমেও প্রায় সব ধরনের সবজিই বাড়তি দামে কিনতে হচ্ছে। এ ছাড়া বাজারে প্রায় সব ধরননের মাছের দামও বেশ চড়া। 

আজ শুক্রবার সকালে রাজধানীর মিরপুর ১ নম্বর কাঁচাবাজার, কল্যাণপুর নতুন বাজার, শেওড়াপাড়া বাজার ঘুরে দেখা গেছে, এসব বাজারে বেগুনের কেজি ৬০ টাকা, ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, গোল বেগুন ৮০ টাকা, প্রতি কেজি টমেটো ১২০ টাকা, বরবটি ৬০ টাকা, শিম বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। এ ছাড়া পাতাকপি প্রতি পিস ৫০ টাকা, করলা ৬০ টাকা, গাজর প্রতি কেজি ১২০ টাকা, চালকুমড়া পিস ৪০ টাকা, লাউ আকারভেদে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। আর মিষ্টি কুমড়ার কেজি ৪০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটোল ৪০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৬০ টাকা, মুলা ৫০ টাকা এবং পেঁপে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

এ ছাড়া কাঁচকলার হালি বিক্রি হচ্ছে ৩০ টাকা, শসা ৬০ টাকা কেজি এবং লেবুর হালি ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। কাঁচাবাজারে কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এ ছাড়া আলু বিক্রি হচ্ছে ২২ থেকে ২৫ টাকা কেজি দরে এবং দেশি পেঁয়াজের কেজি ৫৫ টাকা। রসুনের কেজি ৮০ থেকে ১২০ টাকা, দেশি আদা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজিতে। তবে চীনা আদা বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। 

ক্রেতারা জানান, বেশির ভাগ সবজির দাম গত কয়েক দিনের তুলনায় কেজিতে গড়ে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। মিরপুর ১ নম্বর কাঁচাবাজারে সবজি কিনতে আসা সাইফুল ইসলাম বলেন, শীত পুরোপুরি এখনো শুরু না হলেও বাজারে প্রায় সব ধরনের সবজি এসে গেছে। তবে দাম অত্যন্ত বেশি। তিনি বলেন, সাধারণত শীতের এই মৌসুমে সবজির দাম কম থাকে। কিন্তু এবার দাম কমছেই না। আক্ষেপ করে তিনি বলেন, বাজারে সবজিসহ সব ধরনের পণ্যের দাম কমানোর ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ নেই। সবজিসহ অন্যান্য পণ্যের দাম কমাতে সরকারের বিশেষ নজর দেওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি। 

কল্যাণপুর নতুন বাজারের সবজি বিক্রেতা আব্দুল হাকিম বলেন, শীতের মৌসুম শুরু হলেও পাইকারিতে কমেনি সবজির দাম। তবে সরবরাহ আরও বাড়লে সবজির দাম কমে আসবে বলে জানান তিনি। 
 
এদিকে, বাজারে সবজির পাশাপাশি প্রায় সব ধরনের মাছের দামও চড়া। অন্যান্য বছর শীতের শুরুর এই সময়ে মাছের দাম তুলনামূলকভাবে কিছুটা কম থাকলেও এবার কমছে না। বিক্রেতারা জানান, সরবরাহ কম থাকায় কমছে না মাছের দাম। 
 
গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৮০ থেকে ৬০০ টাকা কেজি দরে। আর খাসির মাংসের কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা। এ ছাড়া ব্রয়লার মুরগির কেজি ১৪৫ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। সোনালি ও লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৬০ টাকা দরে। 
 
ব্রয়লার মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১০ টাকায়। আর হাঁসের ডিমের দাম আরও বেড়ে প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক: দেড় লাখ কোটি টাকার মন্দ ঋণ নিয়ে হাবুডুবু

সুদহার কমানোর ঝুঁকি নিচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক

তিন বছর পিছিয়ে দেশের পুঁজিবাজার

দেউলিয়া এনবিএফআই শেয়ারের দাম বাড়ল হু হু করে, কিনছে কারা— প্রশ্ন অংশীদারদের

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

অর্থবছরের ৬ মাস: রাজস্ব লক্ষ্যপূরণে ব্যর্থ এনবিআর

সোনার দামে রেকর্ড, ভরি ২ লাখ ৩৯ হাজার টাকা

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

নাসা গ্রুপের সম্পত্তি বেচে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের সিদ্ধান্ত