হোম > অর্থনীতি

আইসিবির ৩ হাজার কোটি টাকার ঋণছাড়

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

পুঁজিবাজারে বিনিয়োগ ও ঋণ পরিশোধের জন্য সভরেন গ্যারান্টির বিপরীতে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) স্বল্প সুদে ৩ হাজার কোটি টাকা ঋণ ছাড় করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার আইসিবির একজন সংশ্লিষ্ট কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

বেসরকারি খাতের চারটি ব্যাংকের মাধ্যমে আইসিবিকে এসব টাকার ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ডাচ্-বাংলা ব্যাংকের মাধ্যমে ৭০০ কোটি টাকা, প্রাইম ব্যাংকের মাধ্যমে ১ হাজার কোটি টাকা, ঢাকা ব্যাংকের মাধ্যমে ৫০০ কোটি টাকা এবং মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে ৮০০ কোটি টাকা দেওয়া হবে। ৪ শতাংশ সুদে নেওয়া এসব অর্থ ঋণ পরিশোধের পাশাপাশি পুঁজিবাজারে ভালো শেয়ারে বিনিয়োগ করা হবে। সুদসহ ঋণ পরিশোধের জন্য ১৮ মাস সময় পাবে আইসিবি।

বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ৩ হাজার কোটি টাকা ঋণ পেতে গত ১৪ অক্টোবর রাষ্ট্রীয় গ্যারান্টি চেয়ে চিঠি দিয়েছিল আইসিবি। গত ১৭ অক্টোবর বাংলাদেশ ব্যাংক, শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং আইসিবির কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। বৈঠকে জানানো হয়, আইসিবি আবেদন করলে সরকারের গ্যারান্টি সাপেক্ষে ঋণ দিতে আপত্তি নেই বাংলাদেশ ব্যাংকের।

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস

তুলা গবেষণা কেন্দ্রের ফুটি কার্পাসে নতুন সম্ভাবনা