হোম > অর্থনীতি

উৎপাদন ও আমদানি বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পদক্ষেপ অর্থ উপদেষ্টার

উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ জন্য উৎপাদন বাড়িয়ে এবং আমদানির মাধ্যমে পণ্যের দাম কমানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ে মূল্যস্ফীতি সংক্রান্ত অ্যাডভাইজারি কাউন্সিলের বৈঠক শেষে এ কথা জানান অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। 

তিনি বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রক্রিয়াটি ঘোড়ার লাগাম টানার মতো নয়, এর জন্য যৌক্তিক সময় লাগবে। তবে অন্তর্বর্তী সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে করণীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ 

ড. সালেহ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পণ্যের মূল্যবৃদ্ধির কারণগুলো চিহ্নিত হয়েছে এবং এগুলো দূর করায় সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে। উৎপাদন ও আমদানি বাড়িয়ে সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটানো হবে। একটি প্রক্রিয়ার ভেতর দিয়েই এটি করতে হবে। এর জন্য যৌক্তিক সময় লাগবে।’ 

এদিকে ওই বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘আগামী চার থেকে পাঁচ মাসের মধ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে স্বস্তিদায়ক রিজার্ভ রেখে, বাকিটা আমদানিতে ব্যয় করা হবে। আমদানি পণ্যের ঘাটতি আছে। যতটুকু করা সম্ভব আমদানি করা হবে।’ 

ব্যাংক একীভূত করার প্রসঙ্গে গভর্নর বলেন, ‘এটি দেখে-শুনে ব্যবস্থা নেওয়া হবে।’

২০২৬ সালের জেসিআই ইন বিজনেস কমিটি ঘোষণা

এলপিজি সংকটের জন্য ইরান পরিস্থিতি দায়ী: বিইআরসি চেয়ারম্যান

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

প্রবৃদ্ধির সংকটেই কাটবে বছর

জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানি করতে চায় বিপিসি

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

এনএসইজেডে ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে জ্যান্ট অ্যাকসেসরিজ

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের