হোম > অর্থনীতি

বিজিএমইএ নির্বাচন

সমঝোতা বাতিল, ভোটে মুখোমুখি দুই জোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর দ্বিবার্ষিক ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন সামনে রেখে শেষ পর্যন্ত ভেঙে গেল আলোচিত সমঝোতার উদ্যোগ। সরাসরি ভোটের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্তে অটল রয়েছে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী জোট—ফোরাম ও সম্মিলিত পরিষদ। এর ফলে সদস্যরা এবার নতুন নেতৃত্ব নির্বাচনে সরাসরি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। সমঝোতা ভেস্তে যাওয়ায় গতকাল বুধবার উভয় জোট তাদের চূড়ান্ত প্যানেল ঘোষণা করেছে, যেখানে ৩৫টি পদের জন্য লড়াইয়ে নামছেন ৭০ জন প্রার্থী। এ ছাড়া ‘ঐক্য পরিষদ’ নামে নতুন একটি জোটও মাত্র ৬ জন প্রার্থী নিয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছে। সব মিলিয়ে এবারের নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জন।

বিজিএমইএর নির্বাচন বোর্ডের সচিব মাহমুদুল হাসান জানান, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার। এরই মধ্যে মঙ্গলবার পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে দুই জোটই নিজেদের প্যানেল চূড়ান্ত করেছে এবং বাকি প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বহুদিন ধরে আলোচনার মাধ্যমে একটি সমঝোতা কমিটি গঠনের প্রক্রিয়া চলছিল। গত রোববার ঢাকার একটি হোটেলে দুই জোটের শীর্ষ নেতারা দীর্ঘ বৈঠকে বসেন। সেখানে সমঝোতা নিয়ে আলোচনা এগোলেও শেষ পর্যন্ত ফোরাম সরাসরি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়, ফলে ভেঙে পড়ে আলোচনার ভিত্তিতে কমিটি গঠনের উদ্যোগ।

এদিকে বিজিএমইএর নির্বাচন ঘিরে ‘ঐক্য পরিষদ’ নামে একটি নতুন জোট আত্মপ্রকাশ করেছে। তবে এই জোট পূর্ণাঙ্গ প্যানেল দিতে না পারায় মূল প্রতিদ্বন্দ্বিতা ফোরাম ও সম্মিলিত পরিষদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

আস্থায় আমানত বাড়ছে ব্যাংকে

আট মেগা প্রকল্পের ব্যয়ে বড় ধরনের সংকোচন

বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি ১,০১৩ কোটি টাকা

তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ, বিডার তথ্য

স্টার্টআপ পুনঃ অর্থায়ন তহবিল বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে এনআরবি ব্যাংকের চুক্তি

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের এমক্যাশ রিব্র্যান্ডিং কার্যক্রম উদ্বোধন

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

চার সমস্যার সমাধান চান অ্যাকসেসরিজ-প্যাকেজিং উদ্যোক্তারা

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা