হোম > অর্থনীতি

বিজিএমইএ নির্বাচন

সমঝোতা বাতিল, ভোটে মুখোমুখি দুই জোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর দ্বিবার্ষিক ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন সামনে রেখে শেষ পর্যন্ত ভেঙে গেল আলোচিত সমঝোতার উদ্যোগ। সরাসরি ভোটের মাধ্যমে কমিটি গঠনের সিদ্ধান্তে অটল রয়েছে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী জোট—ফোরাম ও সম্মিলিত পরিষদ। এর ফলে সদস্যরা এবার নতুন নেতৃত্ব নির্বাচনে সরাসরি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। সমঝোতা ভেস্তে যাওয়ায় গতকাল বুধবার উভয় জোট তাদের চূড়ান্ত প্যানেল ঘোষণা করেছে, যেখানে ৩৫টি পদের জন্য লড়াইয়ে নামছেন ৭০ জন প্রার্থী। এ ছাড়া ‘ঐক্য পরিষদ’ নামে নতুন একটি জোটও মাত্র ৬ জন প্রার্থী নিয়ে এই নির্বাচনে অংশ নিচ্ছে। সব মিলিয়ে এবারের নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জন।

বিজিএমইএর নির্বাচন বোর্ডের সচিব মাহমুদুল হাসান জানান, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার। এরই মধ্যে মঙ্গলবার পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে দুই জোটই নিজেদের প্যানেল চূড়ান্ত করেছে এবং বাকি প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেছেন।

বহুদিন ধরে আলোচনার মাধ্যমে একটি সমঝোতা কমিটি গঠনের প্রক্রিয়া চলছিল। গত রোববার ঢাকার একটি হোটেলে দুই জোটের শীর্ষ নেতারা দীর্ঘ বৈঠকে বসেন। সেখানে সমঝোতা নিয়ে আলোচনা এগোলেও শেষ পর্যন্ত ফোরাম সরাসরি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেয়, ফলে ভেঙে পড়ে আলোচনার ভিত্তিতে কমিটি গঠনের উদ্যোগ।

এদিকে বিজিএমইএর নির্বাচন ঘিরে ‘ঐক্য পরিষদ’ নামে একটি নতুন জোট আত্মপ্রকাশ করেছে। তবে এই জোট পূর্ণাঙ্গ প্যানেল দিতে না পারায় মূল প্রতিদ্বন্দ্বিতা ফোরাম ও সম্মিলিত পরিষদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

বন্ধ সব পোশাক কারখানা, ব্যবসায়ী সংগঠনগুলোর শোক

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল: আড়াই কোটি টাকা আত্মসাতে পাঁচজনের বিরুদ্ধে মামলা

ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত

যশোরের খেজুর রস: লক্ষ্য ১২০ কোটি টাকার গুড় উৎপাদন

ইসলামি ১০ ও সরকারি ৬ ব্যাংক: ঋণের অর্ধেকের বেশি অনাদায়ি

ছয় মাসে ৩ বিলিয়ন মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

এনবিআর কর্মকর্তার নাম ভাঙিয়ে টাকা দাবি, সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র থেকে এল আরও ৫৭ হাজার টন গম

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল আরও এক মাস