হোম > অর্থনীতি

সঞ্চয়পত্রে আরও সুবিধা পাচ্ছে জুলাইয়ে শহীদদের পরিবারগুলো

আজকের পত্রিকা ডেস্ক­

পারিবারিক সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারগুলোর পুরুষ সদস্যদের বয়সের ন্যূনতম সীমা তুলে দেওয়া হয়েছে। ফলে শহীদদের পরিবারগুলোর মধ্যে ৬৫ বছরের কম বয়সী পুরুষেরা পারিবারিক সঞ্চয়পত্র কিনতে পারবেন। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারগুলোর পুরুষ সদস্যরা যদি পারিবারিক সঞ্চয়পত্র কিনতে চান, সেক্ষেত্রে একজন পুরুষের পারিবারিক সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে ন্যূনতম ৬৫ বছরের বয়সসীমার বিদ্যমান শর্ত প্রত্যাহার করা হয়েছে।

আল-আমিন শেখ জানান, বিদ্যমান বিধান অনুযায়ী যেকোনো বয়সের নারী পারিবারিক সঞ্চয়পত্র কিনতে পারেন। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ ব্যতীত অন্য বয়সের পুরুষেরা পারিবারিক সঞ্চয়পত্র কিনতে পারেন না। তাই শহীদদের পরিবারগুলোর পুরুষ ক্রেতার ক্ষেত্রে সরকার বিদ্যমান বয়সসীমা শিথিল করল।

এর আগে গত রোববার একটি বিশেষ আদেশে সঞ্চয়পত্রের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে শহীদদের পরিবারগুলোকে অব্যাহতি দেয় এনবিআর। এতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারগুলোর সদস্যরা রাষ্ট্রীয় সহায়তার অর্থ দিয়ে সঞ্চয়পত্র কিনলে আয়কর রিটার্ন দাখিল করার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হলো।

আল-আমিন শেখ বলেন, এই প্রজ্ঞাপন দুটি জারির মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিবারগুলোর নারী-পুরুষ নির্বিশেষে যেকোনো বয়সের সদস্য আয়কর রিটার্ন দাখিল না করেই সরকারি অনুদানের অর্থ দিয়ে পারিবারিক সঞ্চয়পত্র কিনতে পারবেন।

২০২৬ সালের জেসিআই ইন বিজনেস কমিটি ঘোষণা

এলপিজি সংকটের জন্য ইরান পরিস্থিতি দায়ী: বিইআরসি চেয়ারম্যান

বিমানের পরিচালক হলেন খলিলুর রহমান, ফয়েজ তৈয়্যব ও ইসি সচিব

প্রবৃদ্ধির সংকটেই কাটবে বছর

জরুরি ভিত্তিতে এলপি গ্যাস আমদানি করতে চায় বিপিসি

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

এনএসইজেডে ৮০ কোটি টাকা বিনিয়োগ করবে জ্যান্ট অ্যাকসেসরিজ

দারিদ্র্য আরও বেড়েছে উন্নয়নশীল বিশ্বের এক–চতুর্থাংশ দেশে

নতুন আইপিও রুলসে স্বচ্ছ ও ভালো প্রাইসিং নিশ্চিত হবে: বিএসইসি

ট্রাম্পের বিপুল শুল্কের পরও রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার বাণিজ্য উদ্বৃত্ত চীনের