হোম > অর্থনীতি

সঞ্চয়পত্রে আরও সুবিধা পাচ্ছে জুলাইয়ে শহীদদের পরিবারগুলো

আজকের পত্রিকা ডেস্ক­

পারিবারিক সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারগুলোর পুরুষ সদস্যদের বয়সের ন্যূনতম সীমা তুলে দেওয়া হয়েছে। ফলে শহীদদের পরিবারগুলোর মধ্যে ৬৫ বছরের কম বয়সী পুরুষেরা পারিবারিক সঞ্চয়পত্র কিনতে পারবেন। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারগুলোর পুরুষ সদস্যরা যদি পারিবারিক সঞ্চয়পত্র কিনতে চান, সেক্ষেত্রে একজন পুরুষের পারিবারিক সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে ন্যূনতম ৬৫ বছরের বয়সসীমার বিদ্যমান শর্ত প্রত্যাহার করা হয়েছে।

আল-আমিন শেখ জানান, বিদ্যমান বিধান অনুযায়ী যেকোনো বয়সের নারী পারিবারিক সঞ্চয়পত্র কিনতে পারেন। তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের পুরুষ ব্যতীত অন্য বয়সের পুরুষেরা পারিবারিক সঞ্চয়পত্র কিনতে পারেন না। তাই শহীদদের পরিবারগুলোর পুরুষ ক্রেতার ক্ষেত্রে সরকার বিদ্যমান বয়সসীমা শিথিল করল।

এর আগে গত রোববার একটি বিশেষ আদেশে সঞ্চয়পত্রের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থেকে শহীদদের পরিবারগুলোকে অব্যাহতি দেয় এনবিআর। এতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারগুলোর সদস্যরা রাষ্ট্রীয় সহায়তার অর্থ দিয়ে সঞ্চয়পত্র কিনলে আয়কর রিটার্ন দাখিল করার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হলো।

আল-আমিন শেখ বলেন, এই প্রজ্ঞাপন দুটি জারির মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিবারগুলোর নারী-পুরুষ নির্বিশেষে যেকোনো বয়সের সদস্য আয়কর রিটার্ন দাখিল না করেই সরকারি অনুদানের অর্থ দিয়ে পারিবারিক সঞ্চয়পত্র কিনতে পারবেন।

পুঁজিবাজারে নথি জমা এখন এক ক্লিকে

দেশের প্রথম ‘ক্যাশলেস’ জেলা হতে যাচ্ছে কক্সবাজার

প্রগতি ইন্ডাস্ট্রিজের গ্র্যাচুইটি ফান্ড: কর্মকর্তার অবহেলায় ৬৫ লাখ টাকার ক্ষতি

বিসিআইয়ের সাধারণ সভা: ভ্যাট ও করকাঠামো যুক্তিসংগত করার দাবি

ব্যাংকিং খাতে সঞ্চিতির সংকট: সুরক্ষা ঝুঁকিতে গ্রাহকের আমানত

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

পুনরায় বিটিএমএর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল

খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৬ টাকা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড উন্মোচন করল ‘অল-নিউ হোন্ডা NX 200’