হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

৪ শিক্ষার্থীকে অপহরণ করে চাঁদার দাবিতে মারপিট, গ্রেপ্তার ৩ 

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে চার স্কুলশিক্ষার্থীকে অপহরণের পর জিম্মি করে মারধর ও চাঁদা দাবির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে ওই তিন যুবককে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে, গতকাল রোববার রাতে নির্যাতনের শিকার এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে সদর থানায় অপহরণ ও চাঁদা দাবির অভিযোগ এনে মামলা করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সরকারপাড়া মহল্লার মো. বিশাল (২২), একই মহল্লার মো. সাব্বির (২৩) ও মো. মাসুদ (২২)। 

মামলা সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যায় এক মেয়ে স্কুল শিক্ষার্থী (১৮) ও তার বন্ধু লিওন ইসলাম (১৮) প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে মো. বিশালসহ চার যুবক আটকিয়ে পৌর শহরের সরকারপাড়া পুরাতন হাফেজিয়া মাদ্রাসার মেসে নিয়ে যায়। সেখানে আগে থেকেই মো. হানিফ ও প্রসাদ নামের আরও দুজন স্কুলছাত্র ছিল। এ সময় চার শিক্ষার্থীদের প্রত্যেকের কাছে ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করে মোবাইল ফোন ছিনিয়ে নেয় তাঁরা। দাবিকৃত টাকা না পেয়ে শারীরিক নির্যাতন চালিয়ে অভিভাবকদের কাছে চাঁদাবাজি করে অভিযুক্তরা। 

পরে ওই মেয়ের পরিবার বিষয়টি ঠাকুরগাঁও সদর থানায় জানানোর পর ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সরকারপাড়া মহল্লার মো. বিশাল, মো. সাব্বির ও মো. মাসুদকে গ্রেপ্তার করে। এ সময় অপর আসামি সদর উপজেলার গড়েয়া রোডের রাম বাবুর গোডাউন এলাকার মো. মুরাদ কৌশলে পালিয়ে যায়। 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হওয়ার পর তাঁদের আদালতে তোলা হয়। পরে বিচারিক আদালত আসামিদের কারাগারে পাঠান।

ঠাকুরগাঁওয়ে ১৩ মাসে ৩৪৬ জনের আত্মহত্যা

ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে প্রাণ গেল মায়ের

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র