ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে সুজন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে বালিয়াডাঙ্গী-লাহিড়ী সড়কের গোয়ালকারী গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
নিহত সুজন বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া গ্রামের দায়মুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, দেলোয়ার ও তাঁর ভাগনি ঢাকা থেকে বাড়িতে আসার জন্য নৈশ কোচে বালিয়াডাঙ্গী পর্যন্ত আসেন। সেখান থেকে তাঁর চাচাতো ভাই সুজন মোটরসাইকেল করে তাঁদের বাড়িতে আনার পথে গোয়ালকারী নামক স্থানে অপর দিক থেকে আসা নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুজন মারা যান। আহত দেলোয়ারকে রংপুর মেডিকেলে কলেজ ও ভাগনিকে দিনাজপুর এম আব্দুর রহিম কলেজের ভর্তি করা হয়েছে।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম ডন জানান, ঘটনাস্থলে সুজন মারা গেছে। নছিমন চালককে আটক ও নছিমনটিকে জব্দ করা সম্ভব হয়নি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।