হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

বন্ধুকে দাফনের সময় এল আরেক বন্ধুর মৃত্যুর খবর

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত শাহ আলমের (১৪) মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনে। 

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শাহ আলম মারা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন খোঁচাবাড়ী এলাকার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য গণেশ রায়। 

নিহত শাহ আলম সদরের বাঁশঘেরা গ্রামের হামিদুর রহমানের ছেলে। এর আগে, এদিন বিকেল সাড়ে ৪টার দিকে সদরের বড় খোঁচাবাড়ী-বেগুনবাড়ী সড়কের দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। 

এতে জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর এলাকার নুর ইসলামের ছেলে নয়ন ইসলাম (১৪) ও বেগুনবাড়ী এলাকার রিয়াজুল ইসলামের ছেলে মোস্তাফিজুর রহমান (২৬) নিহত হন। 

খোঁচাবাড়ী এলাকার বাদল মিয়া বলেন, ‘নয়নের জানাজা শেষ করে সন্ধ্যা সাড়ে ৭টায় খবর পাই তার বন্ধু শাহ আলম ও রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। অল্প সময়ের ব্যবধানে দুটি মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী সুখে-দুঃখে এ দুই বন্ধু পাশে থাকত সব সময়।’ 

বেগুনবাড়ী ইউপি চেয়ারম্যান বনি আমিন বলেন, এই দুর্ঘটনায় তাঁর ইউনিয়নের সেন্টারপাড়া এলাকার মোস্তাফিজুর ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ বলেন, সদরের বেগুনবাড়ী-বড় খোঁচাবাড়ী সড়কের দৌলতপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নয়ন মারা যায়। এ সময় স্থানীয় লোকজন মোস্তাফিজুর ও তাঁর সঙ্গীদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার পর মোস্তাফিজুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

 এ ঘটনায় গুরুতর আহত তিন মোটরসাইকেল আরোহীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠিয়ে দেন চিকিৎসক। এ বিষয়ে সড়ক আইনে মামলা প্রক্রিয়াধীন।

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন