হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

বিষপানের পর স্ত্রীকে ফোন, মৃত্যু থেকে বাঁচানোর আকুতি যুবকের

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলায় মিজানুর রহমান (২৬) নামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে অজ্ঞাত কারণে বিষপান করলে ওই যুবককে হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। মিজান সদর উপজেলার মিলনপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রউফ বলেন, মিজান ঠাকুরগাঁও শহরের একটি বাড়িতে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় ছিলেন অটোরিকশাচালক। গতকাল রোববার একাই গ্রামের বাড়ি আসেন। আজ ভোরে বাড়ির অদূরে রাস্তার পাশে কীটনাশক পান করেন। বিষক্রিয়া শুরু হলে তিনি স্ত্রী স্মৃতি আক্তারকে ফোন করে বাঁচানোর আকুতি জানান। বিষপানের বিষয়টি জানতে পেরে পরিবারের লোকজন তাঁকে ঠাকুরগাঁও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানের মৃত্যু হয়।

মিজানের বড় ভাই রহমান মিয়া বলেন, ‘মিজান পরিবার নিয়ে শহরে থাকত। কী কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তা আমরা জানি না।’

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ আজকের পত্রিকাকে বলেন, মিজানুর রহমান নামের এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন