হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বিক্রি শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি

রমজান মাসে ভোক্তাদের স্বস্তি দিতে ঠাকুরগাঁওয়ে ন্যায্যমূল্যে ডিম ও মুরগি বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়। ছবি: আজকের পত্রিকা

রমজান মাসে ভোক্তাদের স্বস্তি দিতে ন্যায্যমূল্যে ডিম ও মুরগি বিক্রির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। আজ শুক্রবার ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি পাবলিক লাইব্রেরি মাঠে কৃষকের বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রশাসক ইসরাত ফারজানা এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইজহার আহমেদ খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিপিএ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক জাবের ইসলাম জিমি আজকের পত্রিকাকে জানান, রমজানে ভোক্তা পর্যায়ে ন্যায্যমূল্যে মুরগি ও ডিম বিক্রি এবং খামারিদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কৃষকের বাজারে এই বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে। বাজারে ডিম ও মুরগির দাম ঊর্ধ্বমুখী থাকায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছিল। তাই রমজানে সীমিত আয়ের মানুষের কথা চিন্তা করে কৃষকের বাজারে তুলনামূলক কম দামে ডিম ও মুরগি বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, বাজারে সোনালি মুরগির দাম কেজিপ্রতি ২৯০ টাকা হলেও কৃষকের বাজারে তা ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। বয়লার মুরগির দাম বাজারে ১৯০ থেকে ২০০ টাকা, কৃষকের বাজারে ১৬০ টাকা। আর ডিমের ডজন বাজারে ১২৬ টাকা, কৃষকের বাজারে ১১৫ টাকা।

এ বিষয়ে জেলা প্রশাসক ইসরাত ফারজানা আজকের পত্রিকাকে বলেন, রমজান মাসে সাধারণ মানুষ যাতে ন্যায্যমূল্যে আমিষ কিনতে পারে, সে জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা