হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঘোষণা দিলেও পুলিশি বাধায় গায়েবানা জানাজা পড়তে পারেনি জামায়াত

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে পুলিশের বাধার মুখে গায়েবানা জানাজা পড়া সম্ভব হয়নি।

জানা গেছে, দলটির পক্ষ থেকে উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ ঈদগাহ মাঠে সাঈদীর গায়েবানা জানাজা আদায়ের ঘোষণা দেওয়া হয়। গতকাল মঙ্গলবার রাতে ফেসবুকের বিভিন্ন আইডি থেকে জামায়াতের নেতা-কর্মীরা এ বিষয়ে প্রচার চালায়। আজ বুধবার সকাল ৮টায় জানাজা হওয়ার কথা ছিল। 

বিষয়টি জানতে পেরে গতকাল মঙ্গলবার রাত থেকে কালমেঘ ঈদগাহ মাঠের দখল নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে নিরাপত্তা জোরদার করা হয় কালমেঘ ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায়।

আজ বুধবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, কালমেঘ ঈদগাহ মাঠের অবস্থান নিয়েছেন বালিয়াডাঙ্গী থানা-পুলিশের সদস্যরা। দুওসুও ইউনিয়ন পরিষদের গ্রাম-পুলিশের সদস্যরাও সেখানে আছেন। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তুজ জোহরা ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাঠে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জামায়াতের কারও বক্তব্য পাওয়া না গেলেও জানা গেছে, গায়েবানা জানাজা পড়তে দলের অনেক নেতা-কর্মী কালমেঘ ঈদগাহ মাঠে আসেন। কিন্তু সেখানে পুলিশের উপস্থিতি দেখে তাঁরা ফিরে যান।

এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম আজকের পত্রিকাকে বলেন, ‘গায়েবানা জানাজার জন্য প্রশাসন থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। তা ছাড়া ঈদগাহ মাঠে নেতা-কর্মীরা জমায়েত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই আমরা রাত থেকে সতর্ক অবস্থানে রয়েছি। তবে দুপুর ১২টা পর্যন্ত কেউ মাঠে আসেনি।’

ঠাকুরগাঁওয়ে ১৩ মাসে ৩৪৬ জনের আত্মহত্যা

ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে প্রাণ গেল মায়ের

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র