হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

রাতে ওয়াজ মাহফিলে যাওয়ার পর থেকে তরুণ নিখোঁজ

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ওয়াজ মাহফিলে গিয়ে আব্দুস সালাম (১৯) নামের এক তরুণ নিখোঁজ রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার দুওসুও ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় ওয়াজ মাহফিলে গিয়ে সে নিখোঁজ হয়।

নিখোঁজ আব্দুস সালাম উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও কুয়াটল গ্রামের মৃত আব্দুল গফফারের ছেলে। সে ২০২২ সালে চৌরঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে।

আব্দুস সালামের বড় ভাই জাহাঙ্গীর আলম বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে ওয়াজ মাহফিলে যায় আব্দুস সালাম। সেখানে রাত ৮টা পর্যন্ত তাকে দেখা গেছে। রাতে বাড়ি না ফেরায় তার মোবাইলে ফোন করে তা বন্ধ পাওয়া যায়। পরে রাতেই ওয়াজ মাহফিলের মাঠে গিয়ে তার খোঁজ করা হয়। তা ছাড়া আজ শুক্রবার সকাল থেকে আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।

ওই এলাকার দবিরুল ইসলাম নামের তাঁদের এক স্বজন বলেন, সালামের নিখোঁজের বিষয়টি তার বড় ভাই জাহাঙ্গীর আলম বালিয়াডাঙ্গী থানায় মৌখিকভাবে জানায়। পুলিশ সাধারণ ডায়েরি করার পরামর্শ দিয়েছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, শুক্রবার দুপুরে সালামের বড় ভাই থানায় মৌখিকভাবে জানালে অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। জিডি করার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঠাকুরগাঁওয়ে ১৩ মাসে ৩৪৬ জনের আত্মহত্যা

ছেলেকে বাঁচাতে গিয়ে কোদালের কোপে প্রাণ গেল মায়ের

ঠাকুরগাঁও খাদ্যগুদামে রেকর্ড ছাড়া ৩৪৫০ কেজি চালের সন্ধান

অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতা স্পষ্ট: মির্জা ফখরুল

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ঠাকুরগাঁওয়ে পাঁচ পরীক্ষার্থীর কারাদণ্ড, একজনকে জরিমানা

জলাতঙ্কের টিকা নেই, হয়রান রোগীরা

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশায় বাসের সঙ্গে তেলের লরির ধাক্কা, আহত ৬

চার দিন পর দেখা মিলল সূর্যের, ঠাকুরগাঁওয়ে কিছুটা স্বস্তি

ঠাকুরগাঁওয়ে অবৈধ ভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র