হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের আম যাচ্ছে ইংল্যান্ডে

ঠাকুরগাঁও প্রতিনিধি

দেশের গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো ইউরোপের দেশ ইংল্যান্ডে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের বিষমুক্ত আম। আজ বুধবার রপ্তানিকারক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড লিংকের মাধ্যমে প্যাকেজিং করে এই আম প্রথম চালান হিসেবে পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান। 

জেলা প্রশাসকের সভাকক্ষে আম রপ্তানি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ. সাদেক কুরাইশী, ঢাকা খামারবাড়ি ডিএইর রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক আরিফুর রহমান, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ। 

আম রপ্তানিকারক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড লিংক কোম্পানির সিইও কাওসার আহম্মেদ রুবেল বলেন, প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে ৫০০ কেজি
অর্থাৎ সাড়ে ১২ মণ আম যাচ্ছে ইংল্যান্ডের বাজারে। এরপর পর্যায়ক্রমে আরও বেশি পরিমাণ আম রপ্তানি করা হবে। 

জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে ৩ হাজার ২২১ হেক্টর জমিতে ৪ হাজার ২০১টি আমবাগানে ৪৬ হাজার ৭৮১ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। যার আর্থিক মূল্য ধরা হয়েছে ২২১ কোটি টাকা। 

কৃষি উদ্যোক্তা মেহেদী হাসান বলেন, ‘৫০ বিঘা জমিতে গড়ে তোলা বাগানে ৭০০ আম্রপালি জাতের আমগাছ আছে। আম রপ্তানিতে উৎসাহিত হলে বাগান সংখ্যা বৃদ্ধি করব। আমার বাগানের আম রাসায়নিকমুক্তভাবে তৈরি করেছি। যেসব আম বিদেশে রপ্তানি করা হয়, সে আমই বাগানে রয়েছে।’ 

ঠাকুরগাঁও কালিবাড়ী বাজারের আম ব্যবসায়ী সফিকুল ইসলাম জানান, অন্য বছরের তুলনায় এ বছর আমের ফলন ভালো হয়েছে। ঠিকমতো বাজারজাত করতে পারলে ও সঠিক দাম পেলে এ বছর সর্বোচ্চ লাভ পাবেন আমচাষিরা। 

জেলা কৃষি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন, এবারই প্রথম ঠাকুরগাঁও থেকে অন্য ফসলের মতো আম রপ্তানির সুযোগ হলো। কৃষকদের জন্য এটি সুখবর। পণ্য রপ্তানির জন্য অনেকগুলো ধাপ পার করতে হয়। এ ব্যাপারে কৃষকদের সহযোগিতা দিচ্ছে কৃষি কার্যালয়।

সূর্যের দেখা নেই, কনকনে ঠান্ডায় কাবু জনজীবন

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সার মজুত: ব্যবসায়ীকে ৭ দিনের কারাদণ্ড, ৭৬৬ বস্তা জব্দ

প্রণোদনার পরও গম আবাদ ছাড়ছেন চাষিরা

সার নিয়ে ক্ষোভে ‘কৃষকের’ ঘুষিতে দাঁত ভাঙল কর্মকর্তার, থানায় মামলা

ঠাকুরগাঁও-১, ২ ও ৩: এলোমেলো বিএনপি গোছানো জামায়াত

সম্পত্তির বিরোধে বাবার লাশ আটকে রাখল ছেলে, ২৩ ঘণ্টা পর দাফন

ঠাকুরগাঁও চিনিকলে চার দফা দাবিতে শ্রমিক সমাবেশ

ঠাকুরগাঁওয়ে বাউলশিল্পীদের ওপর হামলা, তিনজন হাসপাতালে

বাউলদের ওপর হামলা উগ্র ধর্মান্ধদের কাজ: মির্জা ফখরুল

চলন্ত ট্রেনে ফেরিওয়ালা খুন: সিরাজগঞ্জ ও দিনাজপুর থেকে ৪ আসামি গ্রেপ্তার